Jamshedpur vs Odisha (Photo Credit: Jamshedpur FC/ X)

বৃহস্পতিবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে জামশেদপুর এফসি(Jamshedpur FC)-র বিরুদ্ধে খেলবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। দু'দলই পয়েন্ট টেবিলের মাঝখানে আটকে থাকায় জয়ের জন্য মরিয়া। টানা চার হারের পর জামশেদপুরের দল এখন পয়েন্ট টেবিলের ১০ নম্বরে। তাদের পয়েন্ট এখন মাত্র পাঁচ। স্কট কুপারের দল তাদের দৃষ্টিভঙ্গি এবং আকর্ষণীয় খেলার শৈলীর জন্য প্রশংসা অর্জন করেছে ঠিকই, তবুও তারা প্রতিশ্রুতিশীল পারফরম্যান্সকে ফলাফলে রূপান্তর করতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এদিকে টানা তিন ম্যাচ হারের পর লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। ওয়েন কোয়েলের দল চোটের কারণে সাময়িকভাবে বাধার সম্মুখীন হলেও ইতিবাচকভাবে খেলতে বদ্ধপরিকর। যদিও মারিনা মাচানরা আক্রমণে বেশ ভালো তবে তাঁদের প্রতিরক্ষার বিষয়ে ক্রমাগত বাধা এসেছে। এখন চেন্নাই আশা করবে বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই দিকটা আরও উন্নত করা। Mohun Bagan vs Odisha Video Highlight: দেখুন, সাদিকুর গোলে শেষ মুহূর্তে হারের মুখ থেকে ফিরল মোহনবাগান

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

৭ ডিসেম্বর জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে (JRD Tata Sports Complex Stadium, Jamshedpur) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।