শনিবার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসি তাদের দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023-24) শিরোপা জিতেছে। হাফ টাইমের ঠিক আগে ৪৪ মিনিটে জেসন কামিংসের গোলে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মুম্বই সিটি। প্রথমার্ধের বেশিরভাগ সময় আইল্যান্ডারদের বলের দখল ছিল তবে লালিয়ানজুয়ালা ছাংতের প্রচেষ্টা বৃথা হয়। হাফটাইমের পর হোর্হে পেরেইরা দিয়াজের (৫৩ মিনিট) গোলে সমতায় ফেরে আইল্যান্ডার্স। তাদের গণনার মুহূর্তটি ৮১ তম মিনিটে এসে বিপিন নির্ণায়ক দ্বিতীয় গোলটি করে মুম্বাইকে লিড ছিনিয়ে নিতে সহায়তা করে। এরপর অতিরিক্ত সময়ে ভোটজুসের গোলে মুম্বই একতরফা জয় পায়। জয়ী দল ছাড়াও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ নিজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকোস গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন, মুম্বই সিটি এফসির গোলরক্ষক ফুরবা লাচেনপা গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন। ISL 2023-24 Winner: মোহনবাগানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকে আইএসএল শিরোপা জয় মুম্বই সিটি এফসির
একনজরে নানা পুরস্কার বিজয়ীর সম্পূর্ণ তালিকা
গোল্ডেন গ্লোভ— ফুরবা লাচেনপা (মুম্বই সিটি এফসি)
গোল্ডেন বুট- দিমিত্রিওস দিয়ামান্তাকোস (কেরালা ব্লাস্টার্স এফসি)
লিগের উদীয়মান খেলোয়াড়- বিক্রম প্রতাপ সিং (মুম্বই সিটি এফসি)
প্লেয়ার অব দ্য লিগ-দিমিত্রিওস পেত্রাতোস (মোহনবাগান সুপার জায়ান্ট)
সেরা পিচের পুরস্কার- জামশেদপুর এফসি
সেরা তৃণমূলের (Grassroot) পুরস্কার- এফসি গোয়া
সেরা এলিট ইয়ুথ প্রোগ্রাম– বেঙ্গালুরু এফসি
আইএসএল ২০২৩-২৪ প্রাইজমানি:
মুম্বই সিটি এফসি- ৬ কোটি টাকা (জয়ী)
মোহনবাগান সুপার জায়ান্ট- ৩ কোটি টাকা (রানার্সআপ)