ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে চেন্নাইন এফসি (Odisha FC vs Chennaiyin FC)। বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। কয়েকদিন আগেই এই দুই দলের ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। আজ আইএসএলে ফিরতি পর্বের ম্যাচে নামতে চলেছে দুই দলই। আইএসএলের ইতিহাসে ২ বার শিরোপা জিতেছে চেন্নাইন এফসি। কিন্তু এ বার ১১ পয়েন্ট নিয়ে প্রথম চারের বাইরে রয়েছে তারা। দলের অন্যতম সেরা ফরোয়ার্ড রাফায়েল ক্রিভেলারোর চোট পেয়ে ছিটকে যাওয়া বড় ধাক্কা দিয়েছে। আর সেটাই আইএসএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে চিন্তা বাড়িয়েছে চেন্নাইন এফসি-র প্রধান কোচ সাবা লাজলোর। অন্য দিকে, ওড়িশা ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। যদিও ছয় পরাজয়ের পরে ওড়িশা গত সপ্তাহে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে তাদের প্রথম জয় পেয়েছিল।
চেন্নাইন এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল কৈথ, রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়াল, দীপক টাঙ্গরী, অনিরুদ্ধ থাপা, ফাতখুল্লো ফাতখুল্লায়েভ, জাকুব সিলভেস্টার, লালিয়ানজুয়ালা ছাংতে, ইসমা। আরও পড়ুন: India vs Australia: চোট-আঘাতে জেরবার ভারতীয় দল, অবসর ভেঙে অস্ট্রেলিয়ায় মাঠে নামতে তৈরি বীরেন্দ্র সেওয়াগ
ওড়িশা এফসি-র সম্ভাব্য একাদশ: আর্শদীপ সিং, গৌরব বোরা, স্টিভেন টেলর, জ্যাকব ট্র্যাট, হেন্ড্রি অ্যান্টনয়; জেরি মাভিহমিংথঙ্গ, কোল আলেকজান্ডার, বিনিত রায়, নন্দকুমার সেকার; দিয়েগো মরিসিও, ম্যানুয়েল ওনউউ।
পরিসংখ্যান: এর আগে দুই দল ৩ বার মুখোমুখি হয়েছে। একটি ম্যাচ জিতেছে ওড়িশা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।