Jamshedpur FC vs SC East Bengal: আইএসএলে আজ জামশদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Jamshedpur FC (Photo Credits: Twitter/Jamshedpur FC)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে জামশদপুর এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (Jamshedpur FC vs SC East Bengal)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। উভয় দলই টপ ফোরে জায়গা করে নিতে পুরো তিন পয়ন্ট ঘরে তুলতে চাইবে। জামশেদপুর এফসি লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে। বর্তমানে টপ ফোরে ওঠার জন্য তাদের এখনও ৪ পয়েন্ট কম রয়েছে। দলটি পুরো মরশুমে ধারাবাহিকতা অর্জনে ব্যর্থ হয়েছে এবং এখনও একটি সঠিক প্লেমিং সিস্টেম বাস্তবায়নের চেষ্টা করছে। ওউন কোয়েলের জামশেদপুর তাদের শেষ ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়েছে। বরিস সিংয়ের উপস্থিতি দলকে শক্তি যোগাবে।

অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দশম স্থানে রয়েছে। তারাও পুরো লিগ জুড়ে ধারাবাহিক খেলা উপহার দিতে পারেনি। দলটিকে কখনও তেমন শক্তিশালী বলেও মনে হয়নি। শেষ পাঁচটি খেলায় তারা জিততে পারেনি। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে। সাইড লাইনে আজকের ম্যাচে কলকাতার ক্লাবটি তাদের কোচকেও পাবে না। কারণ রেফারিদের বিষয়ে মন্তব্য করার জন্য রবি ফাউলারকে চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে।

জামশেদপুর এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: টিপি রেহেনেশ, নরেন্দ্র গেহলত, লালডালিয়ানিয়ানা রেন্থলি, পিটার হার্টলি, স্টিফেন ইজে, আলেকজান্দ্রে লিমা, মোহাম্মদ মোবাশির, সেমিনেল ডাউঞ্জেল, নেরিজাস ভালস্কিস, নিকোলাস ফিৎসগেরাল্ড, ফারুক চৌধুরী।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, নারায়ণ দাশ, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, অঙ্কিত মুখোপাধ্যায়, অজয় ছেত্রী, মট্টি স্টেইনম্যান, জ্যাক মাগোমা, মহম্মদ রফিক, ব্রাইট এনোভাখারে, হরমনপ্রীত সিং।

পরিসংখ্যান : এর আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ গোলহীন ড্র হয়।