Hyderabad FC (Photo Credits: Twitter@HydFCOfficial)

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসি মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (Hyderabad FC vs NorthEast United FC)। ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এবং নর্থইস্ট উভয়েরই জয় পেয়ে লিগ টেবিলে তৃতীয় অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে। দুটি দলই ১৫ ম্যাচ খেলে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে খানিক উপরে রয়েছে হায়দরাবাদ। তাদের শেষ সাতটি ম্যাচে অপরাজিত রয়েছে হায়দরাবাদ। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে অপরাজিত নর্থইস্ট ইউনাইটেড এফসি। অন্তর্বর্তী কোচ খালিদ জামিল জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দারুন উন্নতি করেছে দলটি।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য একাদশ: লক্ষ্মীকান্ত কাট্টিমানি; আশীশ রাই, ওদেই ওনাইন্ডিয়া, চিংলেনসেনা সিং, আকাশ মিশ্র; জোয়াও ভিক্টর, হিতেশ শর্ম; জোয়েল চিয়ানিজ, মোহাম্মদ ইয়াসির, হালিচরণ নারজারি; আরিদানে সান্তনা

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সম্ভাব্য একাদশ: সুভাশিস রায়; নিম দোর্জি, মাশুর শেরিফ, বেঞ্জামিন লাম্বোট, গুরজিন্দর কুমার; লালেংমাভিয়া, ডিলান ফক্স; সুহায়ার ভিপি, ফেডেরিকো গালেগো, লুইস মাচাডো; দেশর্ন ব্রাউন।

পরিসংখ্যান: দুই দল এর আগে ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছ। ২টি ম্যাচে জিতেছে হায়দরাবাদ। ১টি ম্যাচ জিতেছে নর্থইস্ট।