রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসি মুখোমুখি হবে চেন্নাইন এফসি-র (Hyderabad FC vs Chennaiyin FC)। ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচটি। হায়দরাবাদ এফসি চলতি আইএসএল মরশুমে ধারাবাহিক দল। তবে তাদের একটাই সমস্যা, জেতার চেয়ে তারা ড্র করছে বেশি। নিজামরা তাদের শেষ চারটি ম্যাচ ড্র করে লিগে টপ ফোরে ওঠা কঠিন করে ফেলেছে। টপ ফোরে ওঠার লড়াই জারি রাখতে ম্যানুয়েল মার্কেজের দলকে আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতেই হবে। অন্যদিকে কয়েকটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও চেন্নাইন এফসি পুরো মরশুমে একেবারে ভালো খেলেনি। তারা লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে এবং টপ-ফোরে যাওয়ার জন্য তাদের জয়ের ধারাবাহিকতার প্রয়োজন।
হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: সুব্রত পাল; আশিস রাই, ওদেই ওনাইন্ডিয়া, চিংলেনসেনা সিং, আকাশ মিশ্র; জোয়াও ভিক্টর, লুইস সাস্ট্রে, জোয়েল চিয়ানিজ, মোহাম্মদ ইয়াসির, হালিচরণ নারজারি; আরিদানে সান্তনা।
চেন্নাইন এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল কৈথ; রিগান সিং, মেমো মাউরা, এলি সাবিয়া, জেরি লালরিনজুয়াল; দীপক টাঙ্গরী, জার্মানপ্রীত সিং; থোই সিং, জাকুব সিলভেস্টার, লালিয়ানজুয়াল ছাংতে; ইসমাইল গনক্যাল্ভস।
পরিসংখ্যান: দুই দল এর আগে ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ২টি ম্যাচে জিতেছে চেন্নাই। ১টি ম্যাচে জিতেছে হায়দরাবাদ।