ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (SC East Bengal vs Kerala Blasters FC)। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। দুটি দলই জয়ের জন্য ঝাঁপাবে। পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা কেরালা টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও পরপর হারতে থাকে। মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসির বিপক্ষে হেরেও দলটি গত রবিবার জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল। এদিকে, নবম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গল বর্তমানে পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু এফসি-কে হারিয়েছে তারা। আজকের ম্যাচে তারা যদি কেরালাকে হারাতে পারে বড় ব্যবধানে তবে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে আসতে পারে।
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, রাজু গায়কওয়াদ, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, নারায়ণ দাস, অঙ্কিত মুখার্জি, মট্টি স্টেইনম্যান, মিলন সিং, জ্যাক মাগোমা, উজ্জ্বল এনোভাখরে, হরমনপ্রীত সিং।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি কখন আছে?
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ১৫ জানুয়ারি, শুক্রবার হবে।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোথায় হবে?
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ভাস্কোর তিলক ময়দানে হবে।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কখন শুরু হবে?
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।
এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে