File Image | Bengaluru Football Club | ISL 2018-19 | (Photo Credits: IANS)

আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে ওড়িশা এফসি (Bengaluru FC vs Odisha FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সর্বশেষ ৬টি ম্যাচে জয়ের মুখ দেখেনি বেঙ্গালুরু। ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে তারা। কার্লস কুয়াদ্রাট যাওয়ার অন্তর্বর্তী কোচ নওশাদ মুসা কিছুই করতে পারেননি। রবিবার তাই বড় চ্যালেঞ্জ তাঁর কাছে। লিগ টেবিলে ৭ নম্বর স্থানে রয়েছে বেঙ্গালুরু। এদিকে, ওডিশা এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে এবং কোচ স্টুয়ার্ট বাক্সটার দ্বিতীয় জয় পাওয়ার লক্ষ্য রাখবেন। তবে ইংলিশম্যান বিশ্বাস করেন যে তাদের প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দলকে দারুন লড়াই করতে হবে।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, পরাগ শ্রীবাস, জুয়ানান, ফ্রাঙ্ক গঞ্জলেজ, রাহুল ভেকে, সুরেশ সিং ওয়াংজাম, এরিক পার্থলু, আমায় মোরাজকর, উদন্ত সিং, সুনীল ছেত্রী, ক্লিটন সিলভা।

ওড়িশা এফসি-র সম্ভাব্য একাদশ: আর্শদীপ সিং, মোহাম্মদ সাজিদ ধট, জ্যাকব ট্র্যাট, গৌরব বোরা, রাকেশ প্রধান, জেরি মাভিহমিংথঙ্গা, বিনিত রাই, কোল আলেকজান্ডার, ড্যানিয়েল লালহলিম্পুয়া, ম্যানুয়েল ওনবু, দিয়েগো মরিসিও।

পরিসংখ্যান: দুই দল এর আগে ৪ বার মুখোমুখি হয়েছে। একটি করে ম্যাচ জিতেছে দুই দল।