FC Goa (Photo Credits: Instagram / FC Goa)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া (Bengaluru FC vs FC Goa)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। দুই দলই আজকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে ঝাঁপাবে। আজকের ম্যাচে জয় না পেলে লিগ টেবিলে সপ্তম স্থানে থাকা বেঙ্গলুরু প্লে অফে জায়গা করতে পারবে না। গত তিনটি মরশুমের প্লে অফে খেলেছে তারা। মুম্বাই সিটি এফসিকে ৪-২ ব্যবধানে হারিয়ে আজকের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি। এদিকে, এফসি গোয়া-র সঙ্গে প্লে অফের লড়াইয়ে আছে হায়দরাবাদ এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। তিনটি দলেরই পয়েন্ট ২৭। গত ম্যাচে এফসি গোয়া ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু (জিকে), পারাগ শ্রীবাস, প্রতীক চৌধুরী, ডিমাস দেলগাদো, ফ্রান্সিসকো গঞ্জালেজ, হারমানজোট খাবড়া, ক্লেইটন সিলভা, সুরেশ ওয়াংজাম, উদন্ত সিং, সুনীল ছেত্রী (সি), ক্রিস্টিয়ান ওপেসেথ। আরও পড়ুন: Australian Open 2021 Men’s Final Live Streaming: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ নোভাক জকোভিচ বনাম ড্যানিল মেদভেদেভ ; জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ: ধীরাজ সিং, সেভিয়ার গামা, আদিল খান, জেমস ডোনাচি, সেরিটন ফার্নান্দেস, আলবার্তো নোগুয়েরা, এদু বেদিয়া, গ্লান মার্টিনস, আলেকজান্ডার রোমারিও জেসুরাজ, জর্জি অর্তিজ মেন্ডোজা, আইগর অ্যাঙ্গুলো।

পরিসংখ্যান: এর আগে দুই দল ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫টিতে জিতেছ বেঙ্গালুরু, ২টিতে জিতেছে গোয়া। একটি ম্যাচ ড্র হয়েছে।