অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে (Australian Open 2021 Men's Final) আজ মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ (Novak Djokovic vs Daniil Medvedev)। ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগের খেতাব জয়ের অন্যতম দাবিদার নোভাক জকোভিচ। ক্যারিয়ারের ১৮তম খেতাব থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে নোভাক। সেমিফাইনালে প্রতিপক্ষ রাশিয়ার কারাতসেভকে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছান তিনি। অন্যদিকে সেমিফাইনালে ড্যানিল মেদভেদেভ হারান গ্রিসের স্তেফানো সিসিপাসকে। তাঁর সামনে রয়েছে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল নোভাক জকোভিচ বনাম ড্যানিল মেদভেদেভ ম্যাচ কবে আছে?

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল আজ রবিবার ২১ ফেব্রুয়ারি হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল কোথায় খেলা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল হবে রড লেভার এরিনায়।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল কখন খেলা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনাল কোন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালের লাইভ সম্প্রচার হবে Sony Six SD ও HD চ্যানেলে।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালের লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে ?

লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে।