রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ভাস্কোর তিলক ময়দানে মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ও চেন্নাইন এফসি (NorthEast United vs Chennaiyin FC)। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি (Bengaluru FC and Kerala Blasters FC)।
কেরালা ব্লাস্টার তাদর সপ্তম আইএসএল মরশুম খেলছে। অন্যদিকে বেঙ্গালুরু খেলছে চতুর্থ মরশুম। চার ম্যাচ খেলেও এখনও প্রথম জয় অধরা কেরালা ব্লাষ্টার্সের কাছে। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কোচিংয়ে এই মরশুমে এখনও নিজদের সেরাটা দিতে পারেনি দল। এবার তাদেরর সামনে শক্তিশালী বেঙ্গালুরু এফসি। ছন্দে না থাকা সুনীল ছেত্রীদের বিরুদ্ধে কেরালা তাদের প্রথম জয়টি ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। আরও পড়ুন: NorthEast United vs Chennaiyin FC: আইএসএলে আজ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি বনাম চেন্নাইন এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, জুয়ানান, এরিক পারতলু, হরমনজোট খাবড়া, ডিমাস দেলগাদো, ক্লেইটন সিলভা, সুরেশ ওয়াংজাম, সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ান, দেশোর ব্রাউন।
কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস, বাকারি কোনে, নিশু কুমার, রোহিত কুমার, ফ্যাসুন্দো পেরেরেরা, জেসেল কার্নেইরো, নংডম্বা নওরেম, রাহুল কেপি, ভিসেন্টে গোমেজ, কোস্টা ন্যামোইনসু, গ্যারি হুপার।
পরিসংখ্যান: বেঙ্গালুরু এবং কেরালা আইএসএলে ৬ বার মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু জিতেছে ৪ বার। কেরালা জিতেছে ১ বার। ১টি ম্যাচ ড্র হয়েছে।