প্রথমার্ধে দুরন্ত লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পণ। এককথায় এভাবেই ব্যাখ্যা করা যায় মুম্বই বনাম মহামেডান ম্যাচকে। গত চার ম্যাচের অপরাজিত থেকে, তিনটিতে ক্লিনশিট রেখে এদিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন আন্দ্রে চেরনিশভের ছাত্ররা। মাত্র ৯ মিনিটের ঝড়ে স্রেফ উড়ে গেল মহামেডানের ডিফেন্স। ৩-০ ফলে পর্যুদস্ত হল সাদাকালো শিবির।
বকেয়া বেতন সমস্যা মিটেছে। ম্যাচের আগে দিনতিনেক অনুশীলনও করেছেন ফুটবলাররা। অ্যাওয়ে ম্যাচে নেমে তাই শুরুর দিকে বিপক্ষের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিল মহামেডান। একাধিক গোলের সুযোগ তৈরি করেন অ্যালেক্সিস-কাশিমভরা। প্রথমার্ধে টানটান লড়াই দেখা যায় লিগ টেবিলের ষষ্ঠ এবং সকলের শেষে থাকা দুইদলের মধ্যে। খুব বেশিক্ষণ বল দখলে রাখতে না পারলেও মুম্বইয়ের সমান শট মেরেছিলেন মহামেডানের ফুটবলাররা। হাড্ডাহাড্ডি টক্করের ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।
Comfortable win for Mumbai City FC at home against Mohammedan. ⬆️⚽#IndianFootball⚽ | #ISL🏆 | #MCFCMSC⚔️ pic.twitter.com/6XPcdSnMWF— The Bridge Football (@bridge_football) January 26, 2025
হাফ টাইমের পরে মেন্ডোজাকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় মুম্বই। তা সত্ত্বেও ৭০ মিনিট পর্যন্ত মুম্বইয়ের গতিকে আটকে রেখেছিল সাদাকালো ব্রিগেডের দুর্বল রক্ষণ। ৭২ মিনিটে ক্ষমার অযোগ্য ভুল করলেন ডিফেন্ডার গৌরব বোরা। শট ঠেকানোর জন্য বক্সের বাইরের দিকে বেরিয়ে এসেছিলেন গোলকিপার। কিন্তু বল বিপন্মুক্ত করার বদলে নিজের গোলেই হেড করে দিলেন গৌরব।
১-০ পিছিয়ে যাওয়ার পরেই মহামেডানের আত্মবিশ্বাস গিয়ে ঠেকল তলানিতে। অন্যদিকে রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো লাগাতার আক্রমণ শানাতে শুরু করল মুম্বই। ফলস্বরূপ ৭৮ মিনিটে বাঁক খাওয়ানো শটে ছাংতের অনবদ্য গোল। আবারও ডিফেন্ডারদের ভুলেই গোলে জড়িয়ে গেল মুম্বই অধিনায়কের জোরালো শট। চার মিনিটের মাথায় জয়ের ব্যবধান বাড়িয়ে দিলেন ক্রোমা। চেষ্টা করেও তাঁর অনবদ্য শট বাঁচাতে পারেননি মহামেডানের শেষ প্রহরী ছেত্রী। মাত্র ৯ মিনিটের মধ্যে তিন গোল করে মহামেডানকে ছারখার করে দিল মুম্বই। টানা চার ম্যাচ অপরাজিত থাকার পরে ফের আঁধার নামল রেড রোডের ক্লাবে।