Indian Women Football (Photo Credit: @sevenstigress/ X)

আজ ২১ থেকে ২৭ ফেব্রুয়ারি তুরস্কের আলানিয়ায় অনুষ্ঠিতব্য তুর্কি মহিলা কাপ ২০২৪ (Turkish Women's Cup 2024) ফুটবল টুর্নামেন্টে চারটি দলের মধ্যে একটি হবে ভারত। বার্ষিক আমন্ত্রণমূলক এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ২০১৭ সাল থেকে, ২০১৯ সালে ষষ্ঠ স্থানে শেষ করার পর এই প্রতিযোগিতায় এটি ভারতীয় মহিলা ফুটবল দলের তৃতীয় আমন্ত্রণ। আজ বুধবার এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৫তম স্থানে থাকা ভারত তুরস্ক মহিলা কাপে সেরা র‍্যাঙ্কিংয়ের দল। বিশ্বের ৭৯ নম্বরে থাকা হংকং, বিশ্বের ৯৮ নম্বরে থাকা এস্তোনিয়া ও ১০০তম স্থানে থাকা কসোভো রয়েছে টুর্নামেন্টের অন্য তিন দল। স্লোভেনিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৩ আসরের শিরোপা জিতেছিল কসোভো। এবারের আসরে রাউন্ড-রবিন পদ্ধতি অনুসরণ করা হবে, যেখানে সব দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। সবগুলো ম্যাচ শেষ হয়ে গেলে টেবিল টপারকে বিজয়ী ঘোষণা করা হবে। FIH Hockey Pro League: পেনাল্টি শ্যুট আউটে স্পেনকে হারাল ভারতীয় পুরুষ হকি দল, ২-২ স্কোরের পর শ্যুটে চূড়ান্ত স্কোর হয় ৮-৭ (দেখুন বিস্তারিত)

ভারতের মহিলা ফুটবল স্কোয়াড

ভারতের ম্যাচের সময়-সূচি

২১ ফেব্রুয়ারি, বুধবারঃ ভারত বনাম এস্তোনিয়া- সন্ধ্যা ৭টায়

২৪ ফেব্রুয়ারি, শনিবারঃ ভারত বনাম হংকং- সন্ধ্যা ৭টায়

২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবারঃ কসোভো বনাম ভারত- বিকেল ৪ টেয়

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন তুর্কি মহিলা কাপ ২০২৪

ভারতে সরাসরি টিভিতে তুর্কি মহিলা কাপ ২০২৪-এর ম্যাচ সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারতে

ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন (Evima Football) ইউটিউব চ্যানেলে।