ভারত-বাংলাদেশ ম্যাচ। (File Photo)

কলকাতা, ১৪ অক্টোবর: FIFA World Cup 2022 qualifiers: India Vs Bangladesh- ফিফা বিশ্বকাপ ২০২২-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে কাল মুখোমুখি ভারত (India)-বাংলাদেশ (Bangladesh)। এশিয়ান চ্যাম্পিয়ন তথা আগামী বিশ্বকাপের আয়োজক কাতারকে অ্যাওয়ে ম্যাচে রুখে আত্মবিশ্বাস তুঙ্গে থেকেই বাংলা পরীক্ষায় বসছেন সুনীল ছেত্রী (Sunil Chettri)-রা। বাংলাদেশকে হারালে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসবে ভারত। ওমানের বিরুদ্ধে ১-২ গোলে হেরে ২০২২ বিশ্বকাপের মূলপর্বে ওঠার পর্বের অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে কাতারে গিয়ে এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করার পর সুনীল ছেত্রীদের প্রশংসা শুরু হয়ে যায়।

কাতার ম্যাচ ড্র করার পর থেকে ভারতীয় ফুটবল দলকে নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এর মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যুবভারতীর ম্যাচ আলাদা মাত্রা এনেছে।আগামিকাল, মঙ্গলবার কার্যত ভরা যুবভারতীতে নামছে ইকর স্টিমাচের দল। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের কোচ স্টিমাচ বলছেন, দলের ফুটবলাররা তৈরি। আরও পড়ুন-BCCI সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি, দাদা জানালেন দেশের ক্রিকেট নিয়ে তাঁর পরিকল্পনার কথা

আগামিকাল, মঙ্গলবার কার্যত ভরা যুবভারতীতে নামছে ইকর স্টিমাচের দল। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের কোচ স্টিমাচ বললেন, দলের ফুটবলাররা ১০০ শতাংশ দিতে তৈরি। বাংলাদেশ ফুটবেলর অবস্থা বিশেষ ভাল না হলেও, ভারতের থেকে ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছনে থাকলে স্টিমাচ সতর্ক। দুটো ম্যাচ খেলে বাংলাদেশ দুটোই হেরেছে। আফগানিস্তান, কাতার দুটো ম্যাচেই হেরেছে জেমি ডে-র দল। তবে কাতারের বিরুদ্ধে লড়াইটা বাংলাদেশকে অনুপ্রেরণা জুগিয়েছে। ভারতকে বিনা লড়াইয়ে একটুও জমি ছাড়া হবে না বলে বাংলাদেশের কোচ জানিয়েছে।

দেখে নিন এই ম্য়াচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা--

১) কোথায়, কটা থেকে শুরু হবে এই ম্যাচ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ভারত-বাংলাদেশ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্য়াচ ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচ।

২)  কীভাবে সরাসরি দেখবেন এই ম্যাচ

স্টার স্পোর্টস থ্রি, এশিয়া নেট প্লাস ও হট স্টারের মাধ্যমে সন্ধ্যা ৭.৩০ থেকে সরাসরি দেখুন।

৩) ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে

গুরপ্রীত সিং, রাহুল ভেকে, আদিল খান, শুভাশিস বসু, মন্দর রায় দেশাই, ব্রেন্ডন ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, উড়ন্ত সিং, সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী।