FIFA WORLD CUP Qatar 2022 (Photo Credits: Twitter|@FIFAWorldCup)

২০২২ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) আসর বসবে কাতারে (Qatar)। ২১ নভেম্বর অল বাইত স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। খেলা শুরু হবে ভারতীয় সময় সাড়ে তিনটেয় (স্থানীয় সময় দুপুর ১টা)। আজ এই ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর তৃতীয় স্থানের জন্য খেলা হবে। ফাইনাল হবে একদিন পরে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সন্ধে ৬টায় (ভারতীয় সময় রাত সাড়ে ১২টা)।

ফিফার আজকের ঘোষণা ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর। কারণ গ্রুপ ম্যাচের বেশিরভাগ খেলা উপমহাদেশের প্রাইম টাইম উইন্ডোতে পড়েছে। গ্রুপ পর্যায়ে একদিনে মোট চারটি ম্যাচ হবে। চলবে ১২ দিন ধরে। একে নকআউটের আগে খেলোয়াড়রা বিশ্রাম পাবেন। গ্রুপ ম্যাচগুলির স্থানীয় সময়গুলি হল স্থানীয় সময় দুপুর ১টা, বিকেল ৪টে, সন্ধে ৭টা ও রাত ১০টা। গ্রুপ পর্বের শেষ রাউন্ড এবং নকআউট-স্টেজের ম্যাচের সময় সন্ধে ৬টা ও রাত ১০টা। আরও পড়ুন: Sachin Tendulkar Enjoys Mumbai Rains: প্রাণ ভরে বৃষ্টিতে ভিজছেন সচিন, ক্যামেরাবন্দী করল মেয়ে সারা

প্রতি বছরের মতো এবারও বিশ্বের ৩২টি দেশ কাতার বিশ্বকাপে অংশ নেবে। ম্যাচের সংখ্যা একই রেখে দিন সংখ্যা কমিয়ে দিয়েছে ফিফা। এনিয়ে দ্বিতীয়বার এশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে জাপান ও সাউথ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল।