
ফিফা ক্লাব বিশ্বকাপে ২০২৫ (FIFA Club World Cup 2025) গ্রুপ ‘জি’র প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বুধবার রাতে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো মরক্কোর ক্লাব উইদাদদের (Wydad AC) বিপক্ষে। আর সেই ম্যাচেই ২-০ গোলে জিতে সেই মিশনে এক ধাপ এগিয়ে গেল তারা। ২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরক্কোর ক্লাব উইদাদ এবার ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ম্যাঞ্চেস্টার সিটি। মাত্র দুই মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।মরোক্কোর ক্লাব উইদাদ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষদিকে ৪২ মিনিটে সিটি দ্বিতীয় গোলটি পায়। বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডোকুর দুর্দান্ত হেড থেকে আসে দ্বিতীয় গোল। খেলার দ্বিতীয় হাফে কোনো গোল হয়নি।যদিও ম্যাচের শেষ দিকে একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে নিজেদের জয় ধরে রাখতে সক্ষম হয় ম্যানচেস্টার সিটি।
Manchester City start their Club World Cup campaign with a win ✔️🔵 pic.twitter.com/JwUwTU61BL
— OneFootball (@OneFootball) June 18, 2025
'জি' গ্রুপে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে খেলবে সিটি। খেলাটি হবে আগামী সোমবার।