ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) বৃহস্পতিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস (Juventus) ও ম্যানচেস্টার সিটি (Manchester City)। দুই দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল। কিন্তু এই ম্যাচের গুরুত্ব ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচে জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে জয় পেল সিটি। আর শেষ ষোলোতে চলে গেল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেছেন সাভিনহো, হলান্ড, ফোডেন এবং ডকু। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। আর জুভেন্টাসের হয়ে গোল করেছেন কোপমেইনার্স এবং ভ্লাহোভিচ। ক্লাব বিশ্বকাপের প্রথম থেকেই দুই দলই দারুণ খেলছে । জুভেন্টাস তাদের প্রথম দুই ম্যাচে আল আইনকে ৫-০ এবং ওয়াইদাদকে ৪-১ গোলে হারিয়েছে। আর ম্যানচেস্টার সিটি ওয়াইদাদকে ২-০ এবং আল আইনকে ৩-০ গোলে হারিয়েছে। এবার ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষেই বড় ব্যবধানে জিতল তারা।
FT: Juventus 2-5 Manchester City.
MANCHESTER CITY END 1ST IN THE GROUP AND WILL FACE RB SALZBURG OR REAL MADRID IN THE ROUND OF 16! 🔥🔥🔥 pic.twitter.com/AWlUeICWtm
— The Touchline | Football Coverage (@TouchlineX) June 26, 2025
এদিকে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ। কারণ, গ্রুপ 'এইচ'-এর তিন দলই সমান পয়েন্ট নিয়ে আছে। জুভেন্টাসের প্রতিপক্ষও এই তিন দলের একটি হতে পারে।