Fluminense Beat Inter Milan (Photo Credit: X@alimo_philip)

ফিফার ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) একই রাতে দুই অঘটন।  একইদিনে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুই ইউরোপিয়ান জায়ান্ট ম্যাঞ্চেস্টার সিটি এবং ইন্টার মিলান ( Inter Milan)৷ শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেল ফ্লুমিনেন্স (Fluminense)। আন্ডারডগ হিসাবে খেলতে নামা ব্রাজিলীয় ক্লাবটির স্বপ্নের দৌড় চলছে চলতি ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) । সকলকে চমকে দিয়ে তারা জায়গা করে নিল নকআউট পর্বে।

প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানকে কার্যত দাঁড়াতে দেয়নি ফ্লুমিনিজ। ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান ক্যানো গোল করে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরও কিছু গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু ইন্টারের ডিফেন্স প্রতিরোধ গড়ে তোলায় গোল হয়নি।

দ্বিতীয় হাফের নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের শেষ আটে খেলা নিশ্চিত করেন। তবে ম্যাচে ইন্টারের দুটি শট বারে লেগে ফিরে আসে। এই দুটি শট গোলে গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। গোটা ম্যাচে ১৬টি শট নিয়েও গোল পরিশোধ করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ রানার্সরা। শেষ পর্যন্ত একটিও গোল করতে না পেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলান (UEFA Champions League finalist Inter Milan)।

ক্লাব বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয় ব্রাজিলের ক্লাব বিশ্বকাপের শেষ আটে গেল। এর আগে বোতাফোগোকে হারিয়ে শেষ আটে গেছে পালমেইরাস।শেষ আটে আল-হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পাশাপাশি আজ মধ্যরাতে জুভেন্টাসের বিরুদ্ধে নামবে ৫ বারের ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।