গত মরসুমে আক্রমণাত্মক খেলা হায়দরাবাদ এফসি-কে (Hyderabad FC) ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শিরোপা জিততে সাহায্য করেছিল। চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে রক্ষণাত্মক খেলা দেখিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত সবচেয়ে কম গোল করেছে মনোলো মার্কেজের (Manolo Marquez) দল। বৃহস্পতিবার এফসি গোয়ার (FC Goa) কাছে হেরে যাওয়ায় এখন হায়দরাবাদ এফসি-র লক্ষ্য জয়ের ধারাকে পাঁচ ম্যাচের মধ্যে ছড়িয়ে দেওয়া। ১২ ম্যাচে ৯ টি জয় নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র থেকে মাত্র দু'পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে কলকাতা জায়ান্ট এটিকে মোহনবাগানের কাছে ২-১ গোলে হারের পর মাঠে নামবে এফসি গোয়া। ১৯ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে গোয়া।
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম হায়দরাবাদ এফসি?
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) এফসি গোয়া (FC Goa) বনাম হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ম্যাচ।।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম হায়দরাবাদ এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
It’s always a close affair whenever these two heavyweights meet. Can FC Goa even the tie out and strengthen their Championship playoff position on the #HeroISL table?#LetsFootball #FCGHFC pic.twitter.com/FTEKhtd2LQ
— Star Sports Football (@StarFootball) January 5, 2023