করোনাভাইরাস (Coronavirus) মহামারীর কারণে একবছর পিছেয়ে গিয়ে আগামী বছরের জুন-জুলাইয়ে বসবে ইউরো কাপের (Euro 2020) আসর। চলতি বছরের জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। মহামারীর আবহেই বিশ্বজুড়ে খেলাধুলা শুরু হয়েছে। তাই ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ইউরো কাপের জন্য। শুক্রবার উয়েফা প্রকাশ করে কোন দেশ কোন গ্রুপে পড়েছে এবং ম্যাচে সময়সূচি। এক বছর আগেই ২০ দলের গ্রুপ চূড়ান্ত হয়। বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া।
ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে। ইউরো কাপের ফুল সূচি জানতে ও ডাউনলোড করতে ক্লিক করুন-https://editorial.uefa.com/resources/0263-10d7d3afd2b6-8955f879209c-1000/uefa_euro_2020_match_schedule.pdf
কোন দল কোন গ্রুপে:
- গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
- গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
- গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ ম্যাসিডোনিয়া
- গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক
- গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
- গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি