ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Photo Credits: Getty Images)

ক্রিকেট না হলেও ফুটবল ক্রীড়া বিশ্বে আশার আলো দেখাচ্ছে। ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ (English Premier League)। বিবিসি-র প্রতিবেদনে লীগ দুটি ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে। একটি হবে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি, অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা।

বৃহস্পতিবার ২০টি ক্লাব ভিডিয়ো কনফারেন্স করে। সেই বৈঠকেই বিশ্ব ফুটবলের বৃহত্তম প্রতিযোগিতা আবারও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে খেলার শুরু করার মূল প্রস্তাবিত তারিখ ছিল ২০ জুন। তবে প্রথম দুই ম্যাচের পরিচালনা দেখতেই তিন দিন এগিয়ে আনা হয়েছে। আরও পড়ুন: MS Dhoni: 'পরের বছরও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি', কে বললেন এ কথা

জানা যাচ্ছে, ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার একে অপরের মুখোমুখি হবে। ৯ মার্চ অ্যাস্টন ভিলা বনাম লিসেস্টারের ম্যাচের পর থেকে কোনও ম্যাচ খেলা হয়নি।

.