East Bengal vs Mohun Bagan SG, Durand Cup QF 2025 Live Streaming: শুরু হয়েছে ডুরান্ড কাপ (Durand Cup) টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণ। আজ, ১৭ আগস্ট চতুর্থ কোয়ার্টারফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান এসজি (Mohun Bagan SG) । কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এটি এই মরসুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে। রেকর্ড বলছে এটি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ৪০৩ নম্বর ম্যাচ হতে চলেছে। হেড-টু-হেড লড়াইয়ে ইস্টবেঙ্গল ১৩৯ বার এবং মোহনবাগান ১৩৫ বার জিতেছে এবং ১২৯টি ম্যাচ ড্র হয়েছে। ডুরান্ড কাপের রেকর্ডের কথা বলতে গেলে মোহনবাগান ১৭টি খেতাব জিতেছে। তারা লিগ পর্বে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে এই ম্যাচ খেলবে। অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি ১৬টি খেতাব জিতেছে। গ্রুপ শীর্ষে জায়গা করতে তারা সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে এবং ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে ৬-১ ব্যবধানে জিতেছে। Jamshedpur FC vs Diamond Harbour FC, Durand Cup QF 2025 Live Streaming: জামশেদপুর এফসি বনাম ডায়মন্ড হারবার এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনাল ২০২৫ ম্যাচ সরাসরি দেখবেন যেখানে
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনাল ২০২৫
𝐌𝐚𝐭𝐜𝐡𝐝𝐚𝐲 : 𝐐𝐮𝐚𝐫𝐭𝐞𝐫 𝐅𝐢𝐧𝐚𝐥 𝟒 - 𝐌𝐁𝐒𝐆 𝐯𝐬 𝐄𝐄𝐁𝐅𝐂#BoroMatch #KolkataDerby #MBSGEEBFC #QF4 #PoweredBySBIandCoalIndia #DurandCup2025 #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/lAGs9URlKA
— Durand Cup (@thedurandcup) August 17, 2025
ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ?
১৭ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনালের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।