ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। ডুরান্ড কাপের এবারের আসরে দু'দলের পথচলা একই রকম হয়েছে। ইস্টবেঙ্গল তার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করে। অন্যদিকে, কেরল ব্লাস্টার্সকে ৪-৩ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে আসে গোকুলাম। World Athletics Championships: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ভাগ করে নিল অস্ট্রেলিয়া-মার্কিন মুলুক, দেখুন আবেগঘন মুহূর্ত
আজ বৃহস্পতিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরল এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টের মতোই ১৬ বার চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের যুগ্মভাবে সবচেয়ে সফল দল। আজ আরেকটি কোয়ার্টার ফাইনালে নামবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, গোকুলাম কেরালা থেকে দ্বিতীয় ক্লাব হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ২০১৯ সালে মোহনবাগানকে হারিয়ে এফসি কোচিনের ২২ বছর পর ডুরান্ড কাপ জেতা রাজ্যের প্রথম ক্লাব হয় তারা।
As we gear up for today’s Q/F clash 🆚 Gokulam Kerala, here’s a tribute to #IndianFootball legend and our all-time joint top scorer in the #DurandCup - Mohammed Habib! 🔴🟡
You’ll always be remembered, Bade Miyan! 🫡
Watch #EEBFCGKFC LIVE on Sony Sports Ten 2 & Sony LIV. 📺… pic.twitter.com/bTndiEUxF4
— East Bengal FC (@eastbengal_fc) August 25, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
২৫ আগস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও গোকুলাম কেরালা এফসি।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।