বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। এবার চমক দেওয়ার অপেক্ষায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জুভেন্তাস (Juventus) ছেড়ে এই তারকা ফুটবলার নাকি যোগ দিতে চলেছেন ম্যানচেস্টার সিটিতে (Manchester City)। ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বৃহস্পতিবার সকালে নাকি তাঁদর মধ্যে ফোনে কথাও হয়েছে। সূত্রের খবর, ম্যানচেস্টার সিটির সঙ্গে রোনাল্ডোর ২ বছরের চুক্তি প্রায় পাকা। ২ বছরের জন্য ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিআর সেভেন সিটিতে যাচ্ছেন।
জানা গিয়েছে যে রোনাল্ডো নিজেই জুভেন্তাস ছাড়ার ব্যাপারে জেদ ধরেছেন। অনকেরই দাবি, ইতালির ক্লাবটির সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না পর্জুগিজ তারকার। ক্লাবের ডিরেক্টরও সেই ব্যাপারে জানিয়েছেন। চলতি মরসুমে প্রথম একাদশে সেভাবে রোনাল্ডোকে মাঠে নামাননি জুভেন্তাসের ম্য়ানেজার অ্যালেগ্রি। ফলে পরিস্থিতি আঁচ করে রোনাল্ডোর জুভেন্তাস ছাড়া একপ্রকার নিশ্চিত ছিল। তাই তিনি দ্রুত বর্তমান ক্লাব ছাড়তে চাইছেন। আরও পড়ুন: IPL 2021: প্যাট কামিন্সের বদলে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এলেন নাইট শিবিরে
জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী বছর। টটেনহ্যাম থেকে হ্যারি কেন-কে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তার পরই রোনাল্ডোকে পাওয়ার জন্য ঝাঁপায় তারা। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ২ বছরের চুক্তিতে ফের ইংলিশ প্রিমিয়র লিগেই ফিরতে চলেছেন।