প্যাট কামিন্সের বদলে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে (Tim Southee) দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ কেকেআর শিবিরের তরফে এই খবর জানানো হয়েছে। আগামী মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র বাকি পর্বের খেলা। বাকি থাকা ৩১টি ম্যাচের জন্য সাউদির সঙ্গে চুক্তি করেছে শাহরুখ খানের দল। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল-র দ্বিতীয় লেগ থেকে সরে দাঁড়িয়েছেন কামিন্স।
টানা ৬ বছর আইপিএল খেলার পর ২০২০ সালের নিলামে সাউদি অবিক্রিত থেকে যান। ২০১৯ সালে শেষবার আরসিবি-র হয়ে তিনি আইপিএল খেলেছেন। যদিও সুযোগ পান মাত্র ৩টি ম্যাচে বল করার। ৩২ বছরের ডানহাতি পেসার এর আগে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। আইপিএলে ৪০ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন। আরও পড়ুন: Mohammed Siraj's Reply to English Crowd: মাঠের বদলা মাঠেই, ইংরেজ সমর্থকদের যোগ্য জবাব দিলেন মহম্মদ সিরাজ
কেকেআর শিবিরে ইতিমধ্যেই দুই নিউজিল্যান্ডের ক্রিকেটার আছেন। সাউদি হলেন তৃতীয় নিউজিল্যান্ডের ক্রিকেটার যিনি নাইট শিবিরে এলেন।