Cristiano Ronaldo Nets 760th Professional Goal: ৭৬০, বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Photo Credits: Getty Images)

বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বুধবার নাপোলির (Napoli) বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে নিজের ৭৬০ তম গোল করে বিশ্ব ফুটবলে নতুন মাইলস্টোন ছোঁন তিনি। গোলের সংখ্যয় তিনি ছাড়িয়ে গেছেন জোসেফ বিকানকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ইতিলিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার৷ এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি রেকর্ড৷

দিন দশেক আগে সিরি-এ টুর্নামেন্টে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিরুদ্ধে জুভেন্তাসের জার্সিতে বিকানের ৭৫৯টি গোলের ছুঁয়েছিলেন রোনাল্ডো৷ রেকর্ডটি ছুতে ১০৩৯ ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ তারকার৷ বুধবার তাঁকে ছাপিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হলেন সিআর সেভেন৷ কিছুদিন আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (Pele) ৭৫৭টি গোলের রেকর্ড ভেঙেছিলেন সিআর সেভেন। পেশাদার গোলের নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে পেলে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দখলে রয়েছে ৭১৯টি গোল৷ আরও পড়ুন: KKR Squad for IPL 2021: আইপিএল ২০২১-র প্রস্তুতি শুরু কেকেআরের; রইল কারা, কাদের বিদায় জানাল দল, দেখুন একনজরে

 

এদিকে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। ম্যাচের একদম অন্তিম মুহুর্তে আলভারো মোরাতার গোলে ব্যবধান আরও বাড়ায় জুভেন্তাস।