কোপা আমেরিকার শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি কিন্তু শেষ ম্যাচ পুরোটা সময় মাঠে থাকা হলো না মেসির। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। কলম্বিয়া বনাম আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত কোপা আমেরিকা ফাইনালের আগে প্রত্যাশিতভাবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ডি মারিয়ার উপর নজর ছিল সকলের। কারণ কোপার ফাইনাল ডি মারিয়ার কেরিয়ারের শেষ ম্যাচ এবং কোপাতে শেষ বার মাঠে দেখা যাবে মেসিকে। ভারতীয় সময় সকাল ৬টায় খেলা শুরুর কথা হলেও স্টেডিয়ামে বিশৃঙ্খলা, টিকিট ছাড়াই দর্শকদের প্রবেশের মতন কিছু সমস্যার কারণে খেলাটি নির্ধারিত সময়ের থেকে ৭৫ মিনিট দেরীতে শুরু হয়।
খেলা শুরু হলেও দুই দলের আক্রমণে সেরকম জোর দেখা যায়নি। এর মাঝে ম্যাচের ৩৭ মিনিটে আক্রমণে যাওয়ার সময় মেসিকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় মেসির। এরপরেই সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেন সতর্কভাবেই। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেকে মেলে ধরতে পারলেন না মেসি। ৬২ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও তাঁকে সেই ভাবে চোখে পড়েনি। ৬৩ মিনিটের মাথায় প্রেসিং করতে গিয়েই মাঠে পড়ে যান, সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠে কিছুক্ষণ চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দেন ডি মারিয়ার কাছে।এরপরই সাইডবেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছেন মেসি।
Messi is in tears as he is subbed off due to injury 💔 pic.twitter.com/TllXFgyYFs
— Vinay Uteriya (@VUteriya972) July 15, 2024
প্রথমার্ধের মেসির চোট দেখে অনেকেই মনে করেন মেসি চোট লাগার অভিনয় করছেন। যার ফলে ফ্যানদের শেয়ার করা কিছু ভিডিও ভাইরাল হয় সেই মুহুর্তে। দেখুন সেই চোটের ক্লিপ।
Messi entered the field rolling after the injury 😅#CopaAmerica | #CopaAmerica2024 | #ARGCOL pic.twitter.com/4UrUJWdjAw
— Vinay Uteriya (@VUteriya972) July 15, 2024
messi went to acting classes before the match, didn’t you know? he sucks at it though’ not convincing. #copaameirca https://t.co/Dq6F75jLPz
— 💎Sim777💎 (@srsl777) July 15, 2024