ATK MohunBagan: টানা চার ম্যাচ জয়ের দেখা নেই, আচমকা পদত্যাগ কোচ হাবাসের
Antonio Habas (Photo Credits: Twitter / @ATKFC)

কলকাতা, ১৮ ডিসেম্বর: এবারের আইএসএল-এ প্রথম দুই ম্যাচে জিতে শুরু করেছিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ডার্বিতেও দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান। কিন্তু তার পরই ছন্দ পতন। পরপর হার। জয়ের মুখ দেখেনি সবুজ-মেরুন। শেষ চার ম্যাচে একটিও জিততে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। প্লে অফে যাওয়া নিয়েও চিন্তায় ছিলেন দলের কোচ আন্তেনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোচ থাকছেন না। শেষ চার ম্যাচে এসেছে মাত্র দুই পয়েন্ট। সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা অন্তবর্তীকালীন কোচ হলেন। তিনিই আপাতত মোহনবাগানের দায়িত্ব সামলাবেন। এই মুহূর্তে ছ'ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ'নম্বরে মোহনবাগান। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ মঙ্গলবার। আরও পড়ুন: Northeast United FC vs SC East Bengal, ISL 2021–22 Live Streaming: কোথায়, কখন দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের সরাসরি সম্প্রচার?

মুম্বই সিটি এফসি (৫-১) ও জামশেদপুর এফসি-র (২-১) হারের পর গত দুই ম্যাচ ড্র করেছে এটিকে মোহনবাগান। এরপরেই হাবাস নিজেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। জানা গিয়েছে যে, স্প্যানিশ কোচ ইতিমধ্যেই কর্তাদের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এটিকে মোহনবাগানের তরফে সেটা গ্রহণও করা হয়েছে। দলের সহকারী কোচ ম্যানুয়েল কাসাকাল্লানা আপাতত রয় কৃষ্ণা-প্রীতম কোটালদের সঙ্গে কাজ করবেন। করোনা পরিস্থিতির জন্য এই মুহূর্তে গোয়াতে কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে এগারোটি দল। সেই নিয়মে নতুন কোনও সদস্যকে দলে যোগ দিতে হলে তাঁকে ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে। এই সব বিষয়কে মাথায় রেখে চলতি মরসুমের বাকি ম্যাচগুলোর জন্য নতুন কোচের নাম কবে ঘোষণা করা হয় সেটাই দেখার।