Chennaiyin FC vs SC East Bengal

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ চেন্নাইয়ন এফসি-র বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল (Chennaiyin FC vs SC East Bengal)। ভাস্কোর তিলক ময়দানে এই ম্যাচটি হবে। এখনও পর্যন্ত লিগে জয়ের মুখ দেখতে পায়নি লাল হলুদ শিবির। প্রথম ম্যাচে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র। দ্বিতীয় ম্যাচে কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ গোলে হার। তৃতীয় ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ৪-৬ গোলে হারের লজ্জা। তিনটি ম্যাচে ১০ গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল। করেছে মাত্র ৫টি।

অন্যদিকে, আজকের ম্যাচ চেন্নাইয়ন এফসি-র কাছেও গুরুত্বপূর্ণ। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া তারা। আরও পড়ুন: Jamshedpur FC 1-1 Hyderabad FC: ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ ১-১ গোলে ড্র

সম্ভাব্য লাইনআপ:

চেন্নাইয়ন এফসি: বিশাল কাইথ, রিগান সিং, স্লাভকো দামজানোভিচ, নারায়ণ দাস, জেরি লালরিনজুয়ালা এরিয়েল বোরিসিউক, লালরিনজুয়ালা ছাংতে, ভ্লাদিমির কোমান, অনিরুধ থাপা, মিরলান মুর্জায়েভ, রহিম আলি।

এসসি ইস্টবেঙ্গল: সুভম সেন; আদিল খান, টমিস্লাভ ম্রসেলা, ফ্রাঞ্জো প্রিস, হিরা মন্ডল, নওরেম সিং, মহম্মদ রফিক, ড্যারেন সিডোয়েল, বিকাশ জাইরু, হাওকিপ, ড্যানিয়েল চিমা।

পরিসংখ্যান: গত মরশুমে স্বাভাবিক ভাবেই দু’বার দেখা হয়েছিল দুই দলের। প্রথম বার ২-২ ও পরের বার গোলশূন্যভাবে শেষ হয়েছিল তাদের ম্যাচ।