ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আবারও হতাশ করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC)। গতকাল চেন্নাইয়ন এফসি বনাম লাল হলুদের ম্যাচ গোলশূন্য শেষ হয়েছে। তবে, ম্যাচে প্রাপ্তি বলতে একটাই ইস্টবেঙ্গল শিবিরকে গোল খেতে হয়নি। নিজেদের প্রথম দুটি ম্যাচ জেতার পর আজ এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল চেন্নাইয়ন এফসিকে। ড্র করলেও লিগ তালিকার শীর্ষস্থান দখল করল চেন্নাইয়ের দলটি।
শুরু থেকে বেশ সাবধানী ফুটবল খেলেন লাল-হলুদ ফুটবলাররা। গোল যাতে হজম না করতে হয়, তার জন্য সতর্ক ছিলেন রাজু গায়কোয়াড়রা। তার মধ্যেও অবশ্য গোলের সুযোগ তৈরি করেছিলেন চেন্নাইয়ের স্ট্রাইকাররা। যদিও তা জালে জড়াতে সফল হননি তাঁরা। গোল হজম না করলেও নিজেদের জন্য গোল করতে পারলেন না চিমারা। গোলের সুযোগ নষ্ট করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পেরোসেভিচও। ফ্রি-কিক থেকে গোল করতেও ব্যর্থ হন তিনি। আরও পড়ুন: Mayank Agarwal: দুরন্ত শতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল
৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ৯ নম্বরে লাল হলুদ শিবির। অন্যদিকে, লিগ তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে চেন্নাইয়ন এফসি।