Mbappe-Harry-Haaland (Photo Credits: X)

UCL Draw 2024: চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪ মরসুমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা এখন শেষ আটে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আর্সেনাল, বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদ এবারের ইউসিএলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোর লড়াইয়ে দুই রাউন্ডে আরবি লাইপজিগকে ২-১ গোলে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দুই লেগ মিলিয়ে এফসি কোপেনহেগেনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে এবং ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রথম লেগে ইতালিয়ান ক্লাব লাৎসিওকে ৩-১ গোলে হারিয়েছে। প্রথম লেগে নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এখন শুধু কোয়ার্টার ফাইনাল নয়, সেমিফাইনাল ও ফাইনালের জন্যও ড্র করবে এই আট দল। Barcelona in Champions League Quarter-Final: নাপোলিকে হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টরফাইনালে বার্সেলোনা

কোথায় আয়োজিত হবে চ্যাম্পিয়ন লিগ নকআউটের ড্র

শুক্রবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে (Nyon, Switzerland) উয়েফার সদর দপ্তরে আয়োজিত হবে চ্যাম্পিয়ন লিগ নকআউটের ড্র।

কখন, কোথায় দেখবেন চ্যাম্পিয়ন লিগ নকআউটের ড্র

ভারতীয় সময় বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে Sony TEN 2 এবং Sony TEN 2HD চ্যানেলে, এছাড়া Sony LIV অ্যাপ এবং UEFA.com ওয়েবসাইটে দেখা যাবে চ্যাম্পিয়ন লিগ নকআউটের ড্র।