Ishowspeed, FIFA President and Cristiano Ronaldo (Photo Credits: Speed HQ and Cristiano/ X)

Cristiano Ronaldo in FIFA Club World Cup? সম্প্রতি বিখ্যাত ইউটিউবার IShowSpeed একটি লাইভ চ্যাট করেন ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোর (FIFA President Gianni Infantino) সাথে। যেখানে তারা আমেরিকায় আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup) নিয়ে আলোচনা করেছেন। হঠাৎ তার স্ট্রিমে এসে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট। এরপর ট্রফি পেছনে রেখে শুরু করে নানা আলোচনা। সেই স্ট্রিমে ইনফান্তিনো একটি বড় ইঙ্গিত দিয়েছেন যে স্পিডের প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) আসলে এই টুর্নামেন্টে খেলতে পারেন। যেহেতু আল-নাসর (Al-Nassr) যোগ্যতা অর্জন করেনি তাহলে কীভাবে এই পর্তুগিজ তারকা এই বিশ্বকাপে খেলবেন? Novak Djokovic, Geneva Open: ক্যামেরন নর্রিকে হারিয়ে ১০০তম এটিপি শিরোপার খুব কাছে নোভাক জোকোভিচ

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

তাঁকে খেলতে হলে অন্য আরেকটি ক্লাবে যেতে হবে লোন হিসেবে। তবে সেটা যদিও স্থায়ী হবে না শুধু তিনি আসতে পারেন এই টুর্নামেন্টের জন্য। ফিফার নিয়মে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য বিশেষভাবে স্বল্পমেয়াদি ট্রান্সফর বা লোনের অনুমতি দেয়। বিভিন্ন ফুটবল রিপোর্ট বলছে, রোনালদোর আল নাসরের সাথে চুক্তি এই আসন্ন গ্রীষ্মে শেষ হচ্ছে, এবং মিডিয়াতে তার একটি ব্রাজিলিয়ান ক্লাব (যার নাম জানা যায়নি) বা মরক্কোর উইয়াদে (Morocco’s Wydad) সম্ভাব্য চলে যাওয়ার নানা গুজব ছড়াচ্ছে।রোনালদোর আগের দুটি ক্লাব, রিয়াল মাদ্রিদ (Real Madrid) এবং জুভেনটাস (Juventus) মার্কিন যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। পর্তুগিজ তারকা কোথায় খেলবেন সেটা শীঘ্রই জানা যাবে।