Casemiro. (Photo Credits; Twitter)

দোহা, ২৮ নভেম্বর: কাতার বিশ্বকাপ (Qatar World Cup Football 2022) ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। সোমবার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে পৌঁছে নক আউট নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা ১৪টা বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকালো ব্রাজিল। নেইমারকে ছাড়াই সুইসদের হারিয়ে শেষ ষোলোয় উঠল তিতের দল। প্রি কোয়ার্টারে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল/উরুগুয়ে/ঘানা/দক্ষিণ কোরিয়া। বড় কোনও অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত তিতের দলের। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে ব্রাজিলের খেলা ৬ ডিসেম্বর, লুসেইল স্টেডিয়ামে, গ্রুপ এইচ-এর রানার্স দলের বিরুদ্ধে। গ্রুপ এইচে আছে-পর্তুগাল,উরুগুয়ে,ঘানা,দক্ষিণ কোরিয়া।

সুইসরা দারুণ লড়াই করলেও ম্যাচের ৮৩ মিনিটে কাসিমারোর (Casemiro)-র অনবদ্য গোলে জিতল নেইমারহীন ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারানোর পর সুইসদের হারিয়ে ব্রাজিল বোঝালো কেন তাদের ফেভারিট বলা হচ্ছে। আরও পড়ুন-কাতারে ৬ গোলের থ্রিলার শেষ অবধি ড্র, সার্বিয়া ৩: ক্যামেরুন ৩

দেখুন টুইট

দেখুন গোলের ভিডিও

গ্রুপ লিগে ব্রাজিলের শেষ ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে। সেখানে সুইজারল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। ব্রাজিলের আগে নেদারল্যান্ডস ও ফ্রান্স নক আউট রাউন্ডে ওঠা নিশ্চিত করেছে, বিদায় নিয়েছে  আয়োজক দেশ কাতার।

গ্রুপ জি-র পয়েন্ট তালিকা

ব্রাজিল: ৬ পয়েন্ট

সুইজারল্যান্ড: ৩ পয়েন্ট

ক্যামেরুন: ১ পয়েন্ট

সার্বিয়া: ১ পয়েন্ট