Barcelona vs Bayern Munich (Photo Credits: Facebook)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে আজ বড় লড়াই। মুখোমুখি ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তিধর দেশ বার্সেলোনা (Barcelona) এবং বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এই ম্যাচের দিকে আজ নজর গোটা বিশ্বের। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এর আগে ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। বায়ার্নের জয় পেয়েছে তিনটিতে, বার্সেলোনার জয় এসেছে দুইটি। অন্য ম্যাচটি ড্র। তবে দুই লেগ মিলিয়ে নকআউট পর্ব পার হওযার আগে বার্সেলোনা দু'বার এবং বায়ার্ন একবার সফল।

ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের ভেন্যু পর্তুগালের লিসবনের স্তাদিও দা লুজ। নিজের নিজের গ্রুপে সেরা হয়ে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছিল বার্সেলোনা ও বায়ার্ন। এরপর দারুণ পারফরম্যান্স দেখিয়ে শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টারে উঠেছে তারা। দুটি দলই আগে পাঁচবার করে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। মুকুটে নতুন পালক যুক্ত করার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া লক্ষ্য় দুই দলেরই। বায়ার্নের নামের পাশে শোভা পাচ্ছে ‘হট ফেভারিট’ তকমা। হান্সি ফ্লিকের ছেলেরা এ পর্যন্ত আট ম্যাচ খেলে জিতেছে সবকটিতেই। তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির নেতৃত্বে তারা গোল করেছে মোট ৩১টি। চলতি আসরে ম্যাচ জয় ও গোল করা-দুই তালিকাতেই সবার উপরে রয়েছে বাভারিয়ানরা। আরও পড়ুন: Javed Miandad: ‘পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করছেন ইমরান খান, যেন ঈশ্বর হয়ে বসেছেন’, মুখ খুললেন জাভেদ মিয়াঁদাদ

বার্সেলোনার অবশ্য সময়টা তেমন ভালো কাটছে না। এবারের মরশুমে এখন পর্যন্ত কোনও শিরোপা তাদের ঝুলিতে ঢোকেনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নাপোলির মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল কিকে সেতিয়েনের দল। দ্বিতীয় লেগে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির নৈপুণ্যে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-১ গোলে জিতে শেষ আটে নাম লিখিয়েছে কাতালানরা।

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ কবে?

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ ১৫ অগাস্ট শনিবার

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ কখন শুরু হবে?

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।

বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ ম্যাচ কোথায় দেখা যাবে?

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অফিশিয়াল ব্রডকাস্টার। ভারতে মেসি ভক্তরা সোনি টেন ২ ও সোনি টেন ২ এইচডি চ্যানেলে চোখ রাখুন।

কোথায় লাইভ অনলাইন স্ট্রিমিং পাওয়া যাবে?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে সোনি লিভ-এ।