আজ ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবেএটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে এই দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম লেগে ৩-১ গোলে এটিকে মোহনবাগানকে হারিয়েছে হায়দরাবাদ এফসি। তাই কিছুটা এগিয়েই রয়েছে তারা। অন্য ফাইনালে জেতে হলে আজ ৩ গোলের ব্যবধানে ম্যাচ জিততেই হবে সবুম মেরুন শিবিরকে।
প্রথম লেগে চোট পাওয়ায় এটিকে মোহনবাগান তিরি আজকের ম্যাচে খেলবেন না। এছাড়াও এই ম্যাচে ডেভিড উইলিয়ামসকে পাওয়া নাও যেতে পারে। তাই যাবতীয় দায়িত্ব রয়েছে হুগো বুমোস ও মনবীরদের কাঁধে। অন্যদিকে আজ আশিস রাইকে পাবে না হায়দরাবাদ।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি কখন আছে?
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ ১৬ মার্চ, বুধবার খেলা হবে।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কোথায় হবে?
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ গোয়ার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা হবে।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কখন শুরু হবে?
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে