করোনা সংকট কাটিয়ে ১০০ দিন পর আজ মাঠে ফিরছে প্রিমিয়র লীগ (Premier League 2019-20)। বুধবার জোড়া ম্যাচ দিয়ে প্রিমিয়র লীগের প্রত্যাবর্তন। অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেডের (Aston Villa vs Sheffield United) ম্যাচ। এরপর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। অন্য লীগের মতোই এই লীগেও কড়া ভাবে মেনে চলা হবে স্বাস্থ্য বিধি। ভারতীয় সময় ইংলিশ প্রিমিয়র লীগের প্রথম ম্যাচ অর্থাৎ অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচটি রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে। ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে ১২ টা ৪৫ মিনিটে দেখা যাবে মিনিটে দেখা যাবে। ২৬ জুলাইয়ের মধ্যে লীগ শেষ করার পরিকল্পনা রাখা হয়েছে।
অ্যাস্টন ভিলা বনাম সেফিল্ড ইউনাইটেড ম্যাচ কবে?
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ ম্যাচটি হবে ১৭ জুন, বুধবার।
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ কোথায় হবে?
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ ভিল্লা পার্ক স্টেডিয়ামে হবে।
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ কখন শুরু হবে?
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ ভারতীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার সময় শুরু হবে।
অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
স্টার স্পোর্টস হল ভারতে প্রিমিয়র লীগের অফিশিয়াল সম্প্রচারক। তাই ভক্তরা স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ২, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি চ্যানেলে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেডের লাইভ অ্যাকশন দেখতে পারেন।
ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
স্টার স্পোর্টস হল ভারতে প্রিমিয়র লীগের অফিশিয়াল সম্প্রচারক, তাই, ডিজনি+ , হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে। ফুটবল ভক্তরা ডিজনি + হটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেডের সরাসরি স্ট্রিমিং পেতে পারেন।