রিয়াদে সৌদি আরবের কাছে ০-৪ গোলে হারের পর তাজিকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তানের অপ্রত্যাশিত ৬-১ গোলে হার এসেছে। প্রথম ২০ মিনিটে দুই গোল দিয়ে তাজিকিস্তান এগিয়ে গেলে ২১ মিনিটে পাকিস্তানের হয়ে একমাত্র গোল করেন রইস নবী (Raees Nabi)। এরপর হাফ টাইমের আগেই আরও দুটি গোল দিয়ে বিশাল ব্যবধান আনে পাকিস্তানের প্রতিপক্ষ। এরপর খেলায় আসার সুযোগ না দিয়ে আরও দুটি গোল দিয়ে খেলা হাতের বাইরে নিয়ে যায় তাজিকিস্তান। গ্রুপ 'জি'-তে পরপর হারের পরও পাকিস্তানের অবস্থান তলানিতে। আগামী মার্চে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পাকিস্তান খেলবে জর্ডানের বিরুদ্ধে।
Full time in Islamabad!
Tajikistan take all three points in the capital! 🇹🇯⚽️#pakistanfootball #dilsayfootball #shaheens pic.twitter.com/svHAnji9xz
— Pakistan Football Federation (@TheRealPFF) November 21, 2023
WHAT A STRIKE! 🌟
Rahis Nabi scores Pakistan’s first ever goal in Round 2 of the FIFA World Cup Qualifiers! ⚽️#pakistanfootball #dilsayfootball #shaheens pic.twitter.com/EFSA6GS11W
— Pakistan Football Federation (@TheRealPFF) November 21, 2023
অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল হজম করার পর গতকাল ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল এবং লেবাননের বিপক্ষে খেলা ড্র করে ১-১ গোলে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করার সুযোগ একে অপরকে দেয়নি। হাফ টাইমের পর ৬৮ মিনিটে মাজেদ ওসমান লেবাননের হয়ে গোল করে দলকে জয়ের দিকে নিয়ে গেলে আর চার মিনিটেই বাংলাদেশের হয়ে শেখ মোরসালিনের গোলে খেলা সমতায় ফেরে এবং এরপর দুদলই রুখে দাঁড়ায় এবং ড্রয়ে খেলা শেষ হয়।
A result that will give you inner peace ! pic.twitter.com/OSyFR8wHau
— Bangladesh Football Live (@bdfootball_live) November 21, 2023
এদিকে, ইমেনের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয় নেপাল।
India, Pakistan and Nepal lose in the FIFA World Cup qualifiers today.🇮🇳🇵🇰🇳🇵
Bangladesh, only side from SAFF to get a point. 🇧🇩#IndianFootball #FIFAWorldCup #SKIndianSports #FIFAWorldCupQualifiers #football #officialfootball #realFIFAfootball pic.twitter.com/CzDakvAWP6
— CanDy♥️ (@its_pitafi) November 21, 2023