আর্জেন্টিনা (Photo Credits: Twitter)

১-০ গোলে জিতে কোপা আমেরিকার (Copa America 2021) কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিল স্ক্যালোনি ব্রিগেড৷ বার্জিল ও চিলির পর তৃতীয় দল হিসেবে কোপা আমেরিকা ২০২১-র কোয়ার্টার ফাইনালে উঠে এল লিওনেল মেসির আর্জেন্টিনা৷ ম্যারে শুরুতেই পাওয়া সুযোগের সদ্ব্যবহার করলেন আলেয়ান্দ্রো গোমেজ। সতীর্থ আঞ্জেলো দি মারিয়া-র থেকে পাওয়া গোলের পাসকে সুবর্ণ সুযোগের মতো কাজে লাগান আলেয়ান্দ্রো গোমেজ৷ ম্যাচ শুরু সাত মিনিটেই প্যারাগুয়ের গোল পোস্টের জালে বল জড়িয়ে দেন তিনি৷ আঞ্জেলো দি মারিয়ার ডিফেন্স চেড়া পাসের সৌজন্যে প্রথমেই চালকের আসনে চলে আসে আর্জেন্টিনার৷

প্রথমার্ধে সুযোগটা সহজে এলেও দ্বিতীয়ার্ধে লড়াই দিতে ভোলেনি প্যারাগুয়ে৷ ৫ মিনিটের মাথায় জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের জুনিয়র আলন্সো। নাহলে ২-০ গোলে জিততেই পারত লিওনেল মেসির দল৷ দি মারিয়া ফের বল পায়ে জ্বলে ওঠেন৷ গোমেজ পাস পেয়ে প্যারাগুয়ের গোল পোস্টের দিকে ধেয়ে যান৷ আলন্সোর পায়ে বল লেগে তা গোলে ঢুকেও যায় তবে রেফারির অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকায় ২-০ গোল অধরাই রয়ে যায়৷ এই অফসাইড সিদ্ধান্ত যে বিতর্কের অবকাশ তৈরি করে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই৷  আরও পড়ুন-Winter Season 2021 Google Doodle: দক্ষিণ গোলার্ধে শীতের শুরুতে গুগলের চমৎকার ডুডল (দেখুন ছবি)

তবে এই ম্যাচেও সাফল্যের তেজে জ্বলে উঠতে পারলেন না লিওনেল মেসি৷ ম্যাচের ১৫ মিনিটে বক্সের ঠিক বাইরে আগুয়েরোকে ফাউল করেন গোমেজ। ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির ফ্রিকিক অল্পের জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধের ১৮ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর বাঁপায়ের শট পোস্টের পাস ঘেঁসে বেরিয়ে যায়। এই ম্যাচে ব্যর্থই থেকে যান লিওনেল মেসি৷