মোহনবাগান সুপার জায়ান্ট আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ সি (Group C) র ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফ কে- র মুখোমুখি হবে।যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে সাতটা পনেরোয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ কঠিন গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।কঠিন গ্রুপ হলেও মোহনবাগানের আত্মবিশ্বাস বাড়াবে গত মরশুমের দাপট। গতবার আইএসএলে ৫৬ পয়েন্ট সংগ্রহ করেছিল সবুজ-মেরুন শিবির।এবার গ্রুপ ‘সি’-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এসসি এবং তুর্কমেনিস্তানের আহল এফকে। আগামী ৩০ সেপ্টেম্বর ইরানে সেপাহানের বিরূদ্ধে খেলবে মোহনবাগান।এরপর ২১ অক্টোবর জর্ডনে আল হুসেইনের বিরূদ্ধে খেলবে সবুজ মেরুন। আগামী ৪ নভেম্বর সল্টলেক স্টেডিয়ামে ফের আল হুসেইন এর মুখোমুখি হবে মোহনবাগান। ২৫ শে নভেম্বর তুর্কমেনিস্তানে ফের আহালের বিরূদ্ধে খেলবে সবুজ মেরুন। ২৩ শে ডিসেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে সল্টলেকে সেফানের বিরূদ্ধে খেলবে মোহনবাগান।
চলতি মরশুমে শুরুটা ভাল হয়নি মোহনবাগানের। গত মাসে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠেও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে তারা। অন্যদিকে মঙ্গলবারের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ আহল এফকে ইয়োকারি লিগার অন্যতম ধারাবাহিক ক্লাব। যদিও তারা মাত্র একবার লিগ জিতেছে, তবে সাতবার ফাইনালে উঠেছে। চলতি ঘরোয়া লিগে আহল এফকে রয়েছে দ্বিতীয় স্থানে। এ ছাড়া তারা চারবার তুর্কমেনিস্তান কাপ জিতেছে এবং ২০১৪-য় একবার তুর্কমেনিস্তান সুপার কাপ জিতেছে। এই দলে তুর্কমেনিস্তানের জাতীয় দলের জনা পাঁচেক ও তাদের অলিম্পিক্স দলের (অনূর্ধ্ব ২৩) প্রায় সাত-আটজন ফুটবলার আছেন।