বেঙ্গালুরু, ৮ জুন: বাইশ গজে বাংলার বিশ্বরেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৯ বছর আগের রেকর্ড ভেঙে দিল বাংলা ক্রিকেট দল। বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলার ৯জন ব্যাটার ৫০+ রান করলেন। এতদিন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ৫০+ স্কোরের রেকর্ডটা এতদিন ছিল অস্ট্রেলিয়ানদের দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান্স দল প্রথম ইনিংসে করে ৮৩৩ অল আউট, যার মধ্যে আট জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন। অভিমন্যু ঈশ্বরণের দল সেই নজিরটা ভেঙে ইতিহাসে নাম তুললেন।
দুটি সেঞ্চুরি সহ ৯ জন ব্যাটারের হাফ সেঞ্চুরির সুবাদে বাংলা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৭৩ রানে ডিক্লেয়ার ঘোষণা করল। আজ, বুধবার ম্যাচের তৃতীয় দিনে মনোজ তিওয়ারি (৫৪) ও শাহবাজ আহমেদ (৭) ব্যাট করতে নামেন। মনোজ (৭৩) আউট হওয়ার পর সায়নশেখর মণ্ডলকে নিয়ে ষষ্ঠ উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ করেন শাহবাজ আহমেদ। শাহবাজ (৭৮) আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি করেন সায়ন (৫৩ অপরাজিত) ও আকাশদীপ (১৮ বলে ৫৩ অপরাজিত)। সেই সঙ্গে তৈরি হয় বিশ্বরেকর্ড। আরও পড়ুন: অবসর ঘোষণা মিতালী রাজের
ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করায় ইশান পোড়েল ও মুকেশ কুমার ব্যাট করার সুযোগ পাননি। ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন সুদীপ ঘরামি, হাফ সেঞ্চুরি করেন অভিষেক রমন(৬১)। পরদিন সেঞ্চুরি করেন অনুষ্টুপ (১১৭), হাফ সেঞ্চুরি করেন অভিমন্যু ঈশ্বরণ (৬৫), অভিষেক পোড়েল (৬৮)
ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলার ৯ ব্যাটারের স্কোর
অভিষেক রমন: ৬১
, অভিমন্যু ঈশ্বরণ:৬৫
, সুদীপ ঘরামী: ১৮৬
, অনুস্টুপ মজুমদার: ১১৭
, মনোজ তিওয়ারি: ৭৩
, অভিষেক পোড়েল: ৬৮,
শাহবাজ আহমেদ: ৭৮,
সায়ন শেখর মন্ডল: ৫৩,
আকাশদীপ সিং: ৫৩