First Pic of PV Sindhu and Venkat Dutta's Wedding (Photo Credits: X)

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। রবিবার, ২২ ডিসেম্বর পাত্র ভেঙ্কট দত্ত সাইয়ের (Venkata Datta Sai) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জোড়া পদকজয়ী অলিম্পিয়ান। রাজস্থানের জয়পুরে (Jaipur) জমকালো ডেস্টিনেশন ওয়েডিং সারলেন সিন্ধু এবং ভেঙ্কট। তেলুগু প্রথা মেনে সম্পন্ন হয়েছে বিয়ের প্রথা। দুই পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে জুটির চারহাত এক হয়েছে।

আজ সোমবার সমাজমাধ্যমে প্রকাশ পেয়েছে নবদম্পতির বিয়ের প্রথম ছবি। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) আমন্ত্রিত ছিলেন সিন্ধুর বিয়েতে। কেন্দ্রীয় মন্ত্রীই নবদম্পতিকে আশীর্বাদ করার ছবি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেল থেকে। লিখেছেন, 'রবিবার সন্ধ্যায় উদয়পুরে ভেঙ্কট দত্ত সাই-এর সঙ্গে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অলিম্পিয়ান পিভি সিন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত। দম্পতিকে তাঁদের নতুন জীবনের জন্য আমার শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছি'।

পিভি সিন্ধুর বিয়ের ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী...

শুক্রবার, ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল জুটির বিবাহের অনুষ্ঠান। এদিন দুই পরিবার একসঙ্গে মেতে উঠেছিলেন সঙ্গীতের অনুষ্ঠানে। পরের দিন ২১ ডিসেম্বর শনিবার ছিল মেহেন্দি এবং গায়ে হলুদের আচার। ২২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন সিন্ধু এবং ভেঙ্কট।

সিন্ধুর পাত্র ভেঙ্কট দত্ত সাই কে?

পেশায় একজন হায়দ্রাবাদ ভিত্তিক উদ্যোক্তপতি হলেন শাটলার পিভি সিন্ধুর স্বামী। প্রযুক্তি সংস্থা পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। প্রচারের আলো থেকে বহু দূরে থাকা ভেঙ্কট এখন নেটবাসীর আকর্ষণের কেন্দ্রবি