India Beat Spain in FIH Pro league (Photo Credit: X@TheHockeyIndia)

শনিবার সন্ধ্যায় এফ আই এইচ প্রো হকি লিগের (FIH Pro League) ২০২৪-২৫ মরসুমে ভারত ৩-১ হার দিয়ে তাদের অভিযান শুরু করেছিল।  কিন্তু স্পেনের বিরুদ্ধে গতকাল (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় খেলার প্রথম থেকেই পুরুষ দলকে একেবারে ভিন্ন দলের মতো দেখাচ্ছিল। বল পজিশন দখলে রাখা থেকে সকল বিভাগেই তাঁদের আক্রমণ ছিল তীব্র। তবে তা সত্ত্বেও প্রথমার্ধে ভারত সত্যিই খুব বেশি আক্রমণের সুযোগ তৈরি করতে পারেনি। বারবার বিপক্ষের বক্সে গেলেও আক্রমণের বৃত্তের মধ্যে আটকে যায় তারা। এরপর দ্বিতীয়ার্দ্ধেও কোন দল গোলমুখ খুলতে পারে না। হাফ টাইমে ক্রেগ ফুলটন বলেন যে তার দলকে আরও ধৈর্য ধরতে হবে এবং চূড়ান্ত তৃতীয়ার্ধে অতিরিক্ত পাসের সন্ধান করতে হবে। সেই কথাকেই অগ্রাধিকার দিয়ে দুটি গোলই তৃতীয় কোয়ার্টারে আসে মনদীপ ও দিলপ্রীতের হকি স্টিকের যাদুতে। খেলার শেষে ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে স্পেনকে ২-০ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘরে তোলে মনদীপরা। ভারতীয় পুরুষ দল আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.৩০টায় জার্মানির বিরুদ্ধে খেলতে নামবে।

পুরুষ দলের পাশাপাশি আজ মাঠে নেমেছিল ভারতীয় জাতীয় মহিলা দল। ভুবনেশ্বর লেগের দ্বিতীয় ম্যাচটিতে ইংল্যান্ড মহিলা দল ভারতের বিরুদ্ধে শুটআউটে  জিতেছে এবং লিডারবোর্ডে ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেছে। ২-২ স্কোর করে ভারত ম্যাচটিকে ড্র-এর দিকে নিয়ে গিয়েছিল যাতে পুরো সময়ে ম্যাচ থেকে কমপক্ষে একটি পয়েন্ট নিশ্চিত করা যায়।  কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ১-২ গোলে পরাজয় স্বীকার করতে হয় তাঁদের।ভারতের হয়ে গোল করেন নবনীত কৌর ও রুতুজা পিসাল, ইংল্যান্ডের হয়ে গোল করেন পেজ গিলট ও টেসা হাওয়ার্ড।শ্যুটআউটে, ভারতের পক্ষে শুধুমাত্র নবনীত গোল করেন, যেখানে লিলি ওয়াকার এবং সোফি হ্যামিল্টন ইংল্যান্ডের পক্ষে জয় নিশ্চিত করেন। প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল ভারত। আগামীকাল স্পেনের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা দল।