RICHARLISON. (Photo Credits: Brazil Football Twitter)

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু ব্রাজিল। তারকা স্ট্রাইকার রিচারলিসনের জোড়া গোলে কাতারে শুভ সূচনা তিতের দলের। ২০১৮ বিশ্বকাপেও ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারিয়েছেল। সেবার ব্রাজিলের গোল দুটি করেছিলেন পাওলিনহো ও থিয়েগো সিলভা। আর এবার দুটো গোলই করলেন রিচারলিসন। তার মধ্যে রিচারলিসনের দ্বিতীয় গোলটিকে বলা হচ্ছে স্বপ্নের গোল। এই গোলের সঙ্গে ১৯৮২ বিশ্বকাপে সক্রেটিসের করা গোলের তুলনা চলছে।

হাফ টাইমে খেলার ছিল ০-০। নেইমাররা আধিপত্য দেখালেও কিছুতেই গোল পাচ্ছিলেন না। অবশেষে ব্রাজিল গোল পায় ম্যাচের ৬২ মিনিটে। নেইমারের তৈরি করা পাশে ভিনসেনের শট সার্বিয়ান গোলকিপার আটকানোর পর সেই বল রিচার্লিসন পেয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রিচারলিসন। আরও পড়ুন-ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন সাকিব

দেখুন ভিডিও

এরপর ম্যাচের ৭৩ মিনিটে অসাধারণ গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়িয়ে দিলেন রিচার্লিসন। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারাণ ক্রস, সেখান থেকে বল রিসিভ করে বলটিকে হাওয়াতেই সাইড ভলিতে ফিনিস করলেন রিচার্লিসন।

মেসি, রোনাল্ডো প্রথম ম্যাচে গোল পেলেও নেইমার পেলেন না। তবে নেইমার গোটা মাঠ জুড়ে অনবদ্য ফুটবল উপহার দিলেন। যদিও তাঁর গোড়ালিতে চোট পেতে দেখা গেল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে এবার ব্রাজিল খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারায় ক্যামেরুনকে। সব মিলিয়ে মনে হচ্ছে ব্রাজিলকে নক আউটে উঠতে বিশেষ বেগ পেতে হবে না।