২০২০ -র অস্কারে গোটা দুনিয়াকে চমকে দিয়ে অস্কার জিতেছিল দক্ষিণ কোরিয়ার সিনেমা 'প্যারাসাইট'। প্রথম বিদেশী সিনেমা হিসেবে অস্কারের সেরা পুরস্কারটা জিতে নিয়ে ইতিহাস গড়েছিল কোরিয়ান প্যারাসাইট। তারপর থেক কোরিয়ানরা যখনই কোনও বড় মঞ্চে কিছু করেন, চলে আসে বং জু হু-র সিনেমার কথা। যে সিনেমা দেখিয়েছিল বিত্তশালী মানুষদের সামনে গরীব মানুষের বেঁচে থাকার অবাক করা এক কাহিনি। বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার দলের লড়াইটাও সেই প্যারাসাইট সিনেমার গরীব পরিবারের মতই। ব্রাজিল যেখানে দুনিয়ার সেরা দল।
নেইমার থেকে কাসিমারো, আলিসন বেকার থেকে রিচার্লিসনের মত মহাতারকা ফুটবলারে ঠাসা ব্রাজিল। পাঁচ-পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন। ব্রাজিলের সামনে কিছুই নয় কোরিয়ানরা। শুধু লড়াই আর জেদটা ছাড়া। যে লড়াই আর জেদে ভর করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নক আউটে উঠেছে দক্ষিণ কোরিয়া। আরও পড়ুন-ফ্রান্সের কাছে হারের পর কেঁদে ভাসাল পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনের ছোট্ট ছেলে, সান্ত্বনায় বাবা (দেখুন ভিডিয়ো)
রাসু আবু আবাউদ স্টেডিয়াম-৯৭৪ এ ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে জেদ আর লড়াইটাই সম্বল কোরিয়দের। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। তবে এর আগে চারটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। চার বারই জিতেছে ব্রাজিল। ব্রাজিল শিবিরের কাছে সুখবর চোট সারিয়ে ফিরছেন নেইমার। সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেইমার। মাঝে সুইজারল্যান্ড ও ক্য়ামেরুন ম্যাচে খেলেননি নেইমার।
প্রি কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
(৬ নভেম্বর, রাত সাড়ে ১২টা, ভারতীয় সময়)
(খেলা সরসারি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল, এমটিভি এইচডি, জিও সিনেমা অ্যাপের মাধ্যমে।)
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া মুখোমুখি সাক্ষাত
মোট ম্যাচ- ৪, ব্রাজিল জয়ী-৪
৬ ফেব্রুয়ারি, ২০২২- ব্রাজিল (৫) দক্ষিণ কোরিয়া (১)
১৯ নভেম্বর, ২০১৯- ব্রাজিল (৩) দক্ষিণ কোরিয়া (০)
১০ ডিসেম্বর, ২০১৩- ব্রাজিল (২) দক্ষিণ কোরিয়া (০)
২০ নভেম্বর, ২০০২- ব্রাজিল (৩) দক্ষিণ কোরিয়া (২)
(চারটিই প্রীতি ম্যাচ)
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-১-৪-১): আলিসন বেকার, ড্যানিলো, মারকিনহো, দিয়েগো সিলভা, স্যান্ড্রো, ক্যাসিমিরো, রাপিনহা, পাকুয়েতা, নেইমার, জুনিয়ার, রিচার্লিসন।
ফিফা ব়্যাঙ্কিং
ব্রাজিল: ১
দক্ষিণ কোরিয়া: ২৮
গ্রুপ লিগে ব্রাজিল-
সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জয়, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ জয়, ক্যামেরুনের কাছে ০-১ গোলে হার।
গোলদাতা- রিচার্লিসন ২, ক্যাসিমিরো ১
গ্রুপ লিগে দক্ষিণ কোরিয়া-
উরুগুয়ের বিরুদ্ধে ড্র ০-০
ক্যামেরুনের বিরুদ্ধে জয় ১-০
পর্তুগালের বিরুদ্ধে জয় ২-১