ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের দুটি সেমিফাইনালেই কোনও অঘটল ঘটল না। ইজরায়েলকে ১-০ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল উরুগুয়ে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে খেলার যোগ্যতা পেল ইতালি। রবিবার, আর্জেন্টিনার লা প্লাতায় ফাইনালে ইতালি বনাম উরুগুয়ে ম্যাচে যারাই জিতুক নতুন অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন পাবে বিশ্ব।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে চমকে দেওয়া ইজরায়েল এদিন ফাইনালে ওঠার ম্যাচে দুরন্ত ফুটবল খেলল। উরুগুয়ের মত ফুটবলে কুলিন দেশের বিরুদ্ধে সমান পাল্লা দিল ইজরায়েলের যুব দল। ম্যাচের ৬১ মিনিটে দুরাতের গোলে জিতে ১০ বছর পর অনুর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলবে দক্ষিণ আমেরিকার এই দেশ। ২০১৩ যুব বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরেছিল উরুগুয়ে। আরও পড়ুন-পাঠ্য বইয়ে ধোনিকে দেখানো হল ফুটবলার হিসেবে! ভাইরাল সেই ছবি
দেখুন ছবিতে
The #U20WC Final is set! 🏆
🇺🇾 v 🇮🇹
— FIFA World Cup (@FIFAWorldCup) June 8, 2023
দেখুন টুইট
Uruguay's U-20 men's team beat Israel 1-0 to reach the final of the U-20 World Cup. 👏
They face the winner of Italy vs South Korea. 🏆 pic.twitter.com/fiKDRuNoUt
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) June 8, 2023
দেখুন টুইট
Victory for Italy! 🇮🇹#U20WC
— FIFA World Cup (@FIFAWorldCup) June 8, 2023
অন্য সেমিফাইনালে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ইতালি-দক্ষিণ কোরিয়া ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। শেষ অবধি ইতালিকে ফাইনালে তোলে পাফুন্দির গোল। আর্জেন্টিনায় আয়োজিত এই যুব বিশ্বকাপে নাইজেরিয়ার কাছে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় লিওনেল মেসির দেশের যুব দল। আর ব্রাজিলের যুব দল কোয়ার্টার ফাইনালে হারে ইজরায়েলের কাছে।