José Mourinho মরসুমের সবেমাত্র ৬টি ম্য়াচ খেলা হয়েছে। তারই মধ্যে তুরস্কের ইস্তানবুলের ক্লাব ফেনারবাইচ (Fenerbahce) তাদের কোচের পদ থেকে বহিষ্কার করল হোসে মরিনহো-কে। গত বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডে বেনফিকার কাছে ০-১ গোলে হেরে মূলপর্বে ওঠার স্বপ্নভঙ্গ হয় তুরস্কের এই বড় ক্লাবের। তারপরই এক্স প্ল্যাটফর্মে ফেনারবাইচ ঘোষণা করে, তাদের সঙ্গে কোচ মরিনহোর সম্পর্ক এখানেই শেষ হচ্ছে। গত বছর জুনে রেকর্ড অর্থে মরিনহোকে কোচ হিসাবে নিয়োগ করেছিল ফেনারবাইচ।
এক বছরেই মরিনহোতে মোহভঙ্গ
৬১ বছর বয়সী মরিনহোর কোচিংয়ে গত বছর গালাতাসারের পিছনে তুর্কিশ লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ফেনারবাইচ। তবে তাদের আসল লক্ষ্য ছিল, যে কোনওভাবে ১৬ বছর বাদে চ্যাম্পিয়ন্স লিদের মূলপর্বে ওঠা। কিন্তু চলতি মরসুমের শুরুতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে না পারার হতাশায় মরিনহোকে তাড়িয়ে দিল তুরস্কের এই ক্লাব। প্রসঙ্গত, পর্তুগালের বিখ্যাত কোচ মরিনহো পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মত বিশ্বখ্যাত ক্লাবের কোচিং করিয়েছেন।
চাকরি গেল মরিনহোর
The sacking of a renowned head coach is usually a bad sign. Not for investors in Fenerbahce, whose shares jumped after the Turkish football club sacked Jose Mourinho https://t.co/KVFDyYKbWT
— Bloomberg (@business) August 29, 2025
মরিনহোকে নিয়ে এখন আর প্রথমসারির ক্লাবগুলি আগ্রহ দেখায় না
তবে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ মরিনহো টুর্নামেন্টে গত ৬টি মরসুমে মূলপর্বে খেলা কোনও ক্লাবকে কোচিং করানোর সুযোগ পাননি। ইউরোপের প্রথম সারির ক্লাবের এখন আর তাঁকে কোচ হিসাবে পেতে আগ্রহ দেখায় না।