ENG vs IND Oval Test Day 4: শেষ দিনে গড়াল ভারত-ইংল্যান্ড চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বৃষ্টি, খারাপ আলোর কারণে ওভালে এদিন নির্ধারিত সময়ের অন্তত ঘণ্টাখানেক আগেই চতুর্থ দিনের খেলা শেষ হল। তা না হলে, হয়তো আজই সিরিজের ফয়সালা হয়ে যেত। নাটকীয় এই সিরিজের শেষটাও নাটকীয় হচ্ছে। সিরিজ ইংল্যান্ডের পক্ষে ৩-১ হতে হলে ওলি পোপের দলকে শেষ দিনে করতে হবে ৩৫ রান। আর সিরিজ ২-২ করে দেশে ফিরতে শুভমন গিলদের তুলতে হবে শেষ ৪টি উইকেট। তার মধ্যে ক্রিস ওকসের পুরোপুরি ভাঙা থাকায়, ব্যাট করা প্রায় অসম্ভব। ওকস প্রথম ইনিংস ব্য়াট করতে পারেননি। হ্যারি ব্রুক (১১১), জো রুটের (১০৫) অবিশ্বাস্য সেঞ্চুরির পরেও এখনও ইংল্য়ান্ডের জয় নিশ্চিত নয়। চতুর্থ দিনের শেষে ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ৬ উইকেটে ৩৩৯। যেখানে পোপদের জিততে হলে করতে হবে ৩৭৪ রান।
দিনের খেলা শেষ হওয়ার আধ ঘণ্টা আগেও মনে হচ্ছিল ইংল্যান্ড সহজেই সিরিজে ৩-১ জিতবে
একটা সময় ইংল্য়ান্ডের জয় পুরোপুরি নিশ্চিত দেখাচ্ছিল। ৩-১ জো রুটদের সিরিজ জয় সময়ের অপেক্ষাই মনে করা হচ্ছিল। কিন্তু জো রুট ১০৫ রান করে ফিরতেই ভারতীয় পেসাররা দলকে আশা জোগাচ্ছেন। সোমবার ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৫ রান,আর ওলি পোপের দলের হাতে আছে ৪টি উইকেট। ব্যাট করছেন জেমি ওভারটন (২) ও জেমি স্মিথ (০)। ব্যাট করতে বাকি আছেন গাস অ্যাটকিসন, জোশ টাং। ক্রিস ওকসের একটি হাত ভাঙা। তিনি ব্যাট করার ইচ্ছাপ্রকাশ করলেও, সেটা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। একটা কথা জিনিস শেষ দিনে ইংল্যান্ডের কাজটা মোটেও সহজ হবে না। আরও পড়ুন- ক্যাচ লুফেও দড়ি টপকে ওভার বাউন্ডারি উপহার! ব্রুককে বাঁচালেন ফিল্ডার সিরাজ, দেখুন মিয়ার অবাক কাণ্ড
এক নজরে চতুর্থ দিনের শেষে ওভালের স্কোরবোর্ড
All eyes on the final day of the final Test 🏟️
England 339/6, need 35 more runs to win#TeamIndia 4⃣ wickets away from victory
Scorecard ▶️ https://t.co/Tc2xpWNayE#ENGvIND pic.twitter.com/ib6QgGqBnt
— BCCI (@BCCI) August 3, 2025
কুমারা সাঙ্গাকারাকে টপকে রুট এখন টেস্টে চতুর্থ সর্বাধিক সেঞ্চুরিয়ান। সচিন (৫১), কালিস (৪৫), পন্টিং (৪১)-র পর
রুট টেস্ট ক্রিকেটে তাঁর ৩৯তম সেঞ্চুরিটা পূর্ণ করে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। একটা সময় ইংল্যান্ডের জিততে হলে প্রয়োজন ছিল ৪২ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে প্রসিধ কৃষ্ণ কম সময়ের মধ্যে ফেরান জেকব বেথেল (৫) ও রুটের। উইকেটের পিছনে গ্লাভস হাতে অবিশ্বাস্য ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। ৪ উইকেটে ৩৩২ থেকে ৬ উইকেটে ৩৩৭ হয়ে যায় ইংল্যান্ডের। কৃষ্ণা ১০৯ রানে ৩টি, সিরাজ ৯৫ রানে ২টি আর আকাশদীপ ১টি উইকেট পেয়েছেন।ট
আজকের খেলা-এক নজরে
এদিন, ইংল্য়ান্ড মোট পাঁচটি উইকেট হারাল, যোগ করল ২৮৯ রান। এদিন খেলা ওভার ৬২.৩ ওভার। দিনের খেলার শুরুতে বেন ডাকেট (৫৪)ও অধিনায়ক ওলি পোপ-কে আউট করে দলকে বড় সাফল্য এনে দেন সিরাজ। কিন্তু চতুর্থ উইকেটে ১৯৫ রান যোগ করে দলকে জয়ের দোরগড়ায় নিয়ে যান রুট-ব্রুক। ১১ রান করে আকাশদীপের বলে আউট হন ব্রুক। এরপর জ্য়াক বেথেল ও রুটকে আউট করেন কৃষ্ণা।
কী কী ঘটনা ঘটল
চতুর্থ দিনে টি-তে ইংল্য়ান্ড ওভালে জয় থেকে আর মাত্র ৫৭ রান দূরে ছিল, হাতে ৬ উইকেট। ৯৮ রানে ব্যাট করছিলেন রুট, সঙ্গে রয়েছেন জ্যাকব বেথেল (১)। ৯৮ বলে ১১১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান ব্রুক। ব্রুক ও রুট চতুর্থ উইকেটে ১৯৫ রান যোগ করেন। ব্রুক তাঁর দশম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করার পর আকাশদীপের বলে আউট হন। ব্রুক ১৯ রানে ব্যাট করার সময় মহম্মদ সিরাজ তার ক্যাচ লুফেও অসতর্কতায় বাউন্ডারি লাইনের সীমানা পেরিয়ে যাওয়ায়, সেটি ওভার বাউন্ডারি হয়ে যায়। সেখানেই খেলা ঘুরে যায়। এরপর অবিশ্বাস্য ব্যাটিং করেন টেস্ট ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রুক, আর দুইয়ে থাকা রুট। ব্রুক ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান। ভারতীয় বোলাররা প্রথম সেশনে দুটি ও দ্বিতীয় সেশনে ১টি উইকেট পান। খুব বড় অঘটন না ঘটলে আগামী সেশনেই ম্য়াচ ও সিরিজের ফয়সালা হয়ে যেতে চলেছে। রুট টেস্টে তাঁর ৩৯তম ও চলতি সিরিজে তৃতীয় সেঞ্চুরি থেকে আর মাত্র ২টি রান দূরে রয়েছেন। এর আগে লর্ডস ও ম্য়ানচেস্টার টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের এই মহাতারকা ব্যাটার। রবিবার চতুর্থ দিনে প্রথম সেশন শেষে ইংল্য়ান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৬৪ রান। ব্রুক ৩৮ ও রুট ২৩ রানে অপরাজিত ছিলেন। জয় থেকে ইংল্যান্ড ২১০ রান দূরে ছিল, হাতে ছিল ৭টি উইকেট।