Mohammed Siraj Catch Miss Video: ওভাল টেস্টের (Oval Test) চতুর্থ দিনে ভারত ও ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারই বেশ লড়াই করছেন। এই টেস্টে ড্র করলেও ২-১ সিরিজ জিতবে ইংল্যান্ড, আর ওভালে জিতলে টিম ইন্ডিয়া সিরিজ ড্র করে মাথা উঁচু করে ইংল্যান্ড ছাড়বে। এমন একটা ডু অর ডাই দিনে অবাক কাণ্ড করলেন মহম্মদ সিরাজ। এদিন চতুর্থ ইনিংসের ৩৪তম ওভারের প্রথম ডেলিভারিতে প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)-র বলটা ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফাইন লেগে মারেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। ব্রুকের অনেকটা উঁচুকে মারা শট সরাসরি ক্যাচ ধরেন ফাইন লেগে দাঁড়ানো সিরাজ। গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেওয়ার আনন্দে লাফিয়ে ওঠেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কিছু পরেই দেখা যায়, সিরাজ শরীরের ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনের দড়ি অতিক্রম করেছেন। তাই যে বলে আউট হতেন ব্রুক, সেখানে তিনি পেলেন ৬ রান। সেই সময় ১৯ রানে ব্যাট করছিলেন ব্রুক। ইংল্যান্ডের স্কোর তখন ছিল ৩ উইকেটে ১৩৭ রান।
কেন এমনটা হল, কী বলছেন বিশেষজ্ঞরা
বাউন্ডারি লাইনের একেবারে ধারে দাঁড়ানো সিরাজ ক্যাচটা ধরে নিলে ম্যাচের নিয়ন্ত্রণটা এখন ভারতের হাতেই থাকত। ক্য়াচ লুফেও বাউন্ডারির সীমানা টপকে যাওয়া সিরাজকে নিয়ে বিষ্ময়প্রকাশ করে টিভি ধারাভাষ্যকার বললেন, ও জানত না বাউন্ডারিটা কোথায়, তাই এমন করল। সহজ ক্য়াচটা ওই জটিল করল। সঙ্গে ধারাভাষ্যকার বললেন, "এটাই সিরিজের টার্নিং পয়েন্ট হয়ে যাবে না তো?"
বাউন্ডারির একেবারে ধারে ছিলেন খেয়াল করেননি সিরাজ
সিরাজ খেয়াল করেননি বাউন্ডারি লাইনের দড়িটা তার একেবারেই ধারেই দাঁড়িয়েছিলেন। আর, সেটাতেই বড় ক্ষতিটা হয়ে যেতে পারে। এ কথা সবার জানা, চতুর্থ ইনিংসে এত বড় রান একটা রান তাড়া করার বিষয়ে ইংল্যান্ডের সেরা বাজি ব্রুক। লাঞ্চে মাঠ ছাড়ার সময় কৃষ্ণাকে ছুটে গিয়ে পিঠে হাত বুলিয়ে দু:খপ্রকাশ চাইতে দেখা গেল সিরাজকে।
দেখুন ক্যাচটা কীভাবে লুফেও বাউন্ডারি টপকে গেলেন সিরাজ
Out? Six!?
What's Siraj done 😱 pic.twitter.com/hp6io4X27l
— England Cricket (@englandcricket) August 3, 2025
দেখুন ক্য়াচ থেকে ছক্কা, কীভাবে বদলে গেল বোলার কৃষ্ণার মুখ
Nah man, Prasidh's reaction changed in seconds 😭😭😭 pic.twitter.com/OFeeTkajld
— ADITYA 🇮🇹 (@140oldtrafford) August 3, 2025
চলছে টানটান লড়াই
আজ, রবিবার চতুর্থ দিনে প্রথম সেশন শেষে ইংল্য়ান্ডের স্কোর ৩ উইকেটে ১৬৪ রান। ব্রুক ৩৮ ও রুট ২৩ রানে ব্যাট করছেন। জয় থেকে ইংল্যান্ড ২১০ রান দূরে আছে, হাতে ৭টি উইকেট। এদিন লাঞ্চের আগে ইংল্যান্ডের দুটি উইকেটের পতন হয় বেন ডাকেট (৫৪) ও অধিনায়ক ওলি পোপ (২৭)। ডাকেটকে আউট করেন কৃষ্ণা, পোপকে ফেরান সিরাজ। গতকাল ওপেনার জ্যাক ক্রাউলি বোল্ট করে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন সিরাজ। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৫০। আজ, লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করল। আগামী সেশনে দুটি দল কেমন খেলে তার ওপর ম্য়াচ ও সিরিজের ফল অনেকটাই নির্ভর করবে।