ENG vs IND 2nd Test: এজবাস্টেন টেস্টের তৃতীয় দিনটা পুরোপুরি নাটকে ভরা। জো রুট, বেন স্টোকসদের দ্রুত ফিরে যেতেই টিম ইন্ডিয়ার সমর্থকরা ইংল্যান্ডকে ফলো অন করিয়ে ইনিংসে জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু ৫৮৯ রান তাড়া করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট হারানো একটা দল কী করে মাত্র একটা সেশনে খেলা ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন দেখাল তা এককথায় অবিশ্বাস্য। ষষ্ঠ উইকেটে হ্য়ারি ব্রুক (Harry Brook) ও উইকেটকিপার ব্য়াটার জেমি স্মিথ (Jamie Smith) অবিশ্বাস্য পার্টনারশিপ করে দলের রানকে ৩০০ পাড় করালেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে ইংল্য়ান্ড প্রথমে ফলো অন এড়ানোর দিকে এগিয়ে চলেছে। স্মিথের পর এবার সেঞ্চুরি করলেন হ্য়ারি ব্রুক।
মাত্র ২৭টি টেস্ট খেলে ৯টি সেঞ্চুরি করা হয়ে গেল ব্রুকের
লিডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন ব্রুক। তবে তাঁর ২৭তম টেস্টে খেলতে নেমে ৯ সেঞ্চুরিটা অনায়াসে পূর্ণ করলেন ব্রুক। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে একবারে রাজকীয় ইনিংস খেললেন টেস্টে প্রায় ৬০-এর কাছাকাছি গড় থাকা ব্রুকের। লাঞ্চের আগে জেমি স্মিথ ব্যাজবল স্টাইলে ব্যাটিং করে নিজের সেঞ্চুরি করেন। তিনি ৮২ বলে ১৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১০২ রান করেছেন।
স্মিথের পর ব্রুকের সেঞ্চুরি
Test 100 number NINE for Harry Brook! 💯
Two centurions at the crease now for England 🏴 pic.twitter.com/xFsBJArXuo
— England Cricket (@englandcricket) July 4, 2025
সিরাজের জোড়া ধাক্কা সামলে লড়ছেন ব্রুক-স্মিথ
আজ সেশনের শুরুটা ভারতের হলেও শেষটা কিন্তু ইংল্যান্ডের। গতকাল ৭৭/৩ স্কোরের পর আজ ব্যাট করতে নেমে শুরতেই জো রুটের (Joe Root) উইকেট তুলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ঠিক এরপরের বলেই অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) আউট করেন সিরাজ। তখন ইংল্যান্ডের স্কোর ৮৪/৫। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তরুণ তারকা হ্যারি ব্রুক (Harry Brook) আরেক তরুণ জেমি স্মিথের (Jamie Smith) সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছেন।