Dhruv Jurel Century: টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। ঋষভ পন্থের চোট না সারায় জুরেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলার সুযোগ পেলেন। আর সুযোগটা দুহাতে কাজে লাগালেন উত্তর প্রদেশের আগ্রার ২৪ বছরের উইকেটকিপার-ব্য়াটার। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরি করলেন ধ্রুব। তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নেমে তিন অঙ্কের রান করলেন উত্তর প্রদেশের তারকা উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১২৫ রানের ইনিংস খেলে আউট হন ধ্রুব। ২১০ বলের ইনিংসে মারেন ৩টি ওভার বাউন্ডারি, ১৫টি বাউন্ডারি।
গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে ৯০ রানে আউট হয়েছিলেন ধ্রুব
গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে ৯০ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এদিন কোনও ভুল করলেন না। অধিনায়ক শুভমন গিল (৫০) আউট হওয়ার পর ক্রিজে নেমেছিলেন ধ্রুব। অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখেছিলেন কেএল রাহুলের সেঞ্চুরি। কেএল রাহুল ১০০ রান করে আউট হওয়ার পর নামেন রবীন্দ্র জাদেজা।
জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি ধ্রুব জুরেলের
A moment to cherish forever! 🥳
Special scenes 📹 in Ahmedabad as Dhruv Jurel notches up a maiden Test 💯
Updates ▶️ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @dhruvjurel21 pic.twitter.com/8JLGOhCAkt
— BCCI (@BCCI) October 3, 2025
জুরেল-জাদেজা যুগলবন্দিতে বড় লিড
এরপর জুরেল ও জাদেজা দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। সেঞ্চুরি পূর্ণ করার গ্যালারিতে বসে থাকা বাবার উদ্দেশ্যে ব্যাট উঁচু করে ধরেন ধ্রুব। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের লিড এখন ২৬০ ছাড়িয়ে গিয়েছে, হাতে এখনও ৬ উইকেট। জাদেজাও সেঞ্চুরি করেছেন।